ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

২০১৮ নয়, ২১ পর্যন্ত বার্সায় নেইমার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মে ১২, ২০১৬
২০১৮ নয়, ২১ পর্যন্ত বার্সায় নেইমার! ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনায় নেইমারের চুক্তি নবায়ন নিয়ে অনেকদিন ধরেই ‘লুকোচুরি’ খেলা হচ্ছে! ব্রাজিলিয়ান তারকার ভক্ত-সমর্থকদের জন্য সুসংবাদ, স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে অাকর্ষণীয় নতুন চুক্তি সম্পন্নে এখন আরো কাছাকাছি ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। যা তাকে লিওনেল মেসির পর ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়ে পরিণত করবে।

ব্রাজিলিয়ান সেনসেশনের সঙ্গে চুক্তি নবায়ন করতে মরিয়া বার্সা অনেকদিন ধরেই আলোচনা চালিয়ে আসছে। রিলিজ ফি নিয়েই নেইমারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দেয়। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে (২০১৭-১৮ মৌসুম শেষে)।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এল দেপোর্তিভোর বরাত দিয়ে ‘মার্কা’ জানায়, বার্সায় নেইমারের তিন বছরের চুক্তির মেয়াদ বৃদ্ধিতে রিলিজ ক্লজ বাবদ আরো ২২০ মিলিয়ন ইউরো যোগ হবে। ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবগুলোর ‘লক্ষ্যবস্তু’ নেইমারকে ধরে রাখতেই ‘পাহাড়সমান’ রিলিজ ক্লজের (১৯০+২২০) দিকেই দৃষ্টি রাখছে কাতালানরা।

২০১৩ সালের মে মাসে ৫৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে সান্তোস ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে বার্সায় পাড়ি জমান নেইমার। কিন্তু চুক্তির সঠিক আর্থিক অঙ্কের পরিমান গোপন রাখার অভিযোগ ওঠে। পরে তো তা আদালত পর্যন্ত গড়ায়।

যার সুরাহা এখনো পর্যন্ত হয়নি। সাম্প্রতিক সময়ে একদিকে যেমন তার চুক্তি নবায়নের কথা চলছে, অন্যদিকে মৌসুম জুড়েই কর ফাঁকির ইস্যুতে আইনি ঝামেলায় জর্জড়িত নেইমার! এরই মধ্যে সামার ট্রান্সফার উইন্ডোতে সম্ভাব্য ‘আগামীর বিশ্বসেরাকে’ দলে ভেড়াতে ম্যানসিটি, পিএসজি সহ অন্যান্য ইউরোপের অন্যান্য বাঘা ‍বাঘা ক্লাবগুলোও ব্যাপক আগ্রহের জানান দেয়।

বার্সার জার্সি গায়ে আরেকটি চমৎকার মৌসুম উপভোগ করছেন নেইমার। ‘মার্কা’ বলছে, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৭টি গোল করার পাশাপাশি আরো ১৫টি করিয়েছেন, যা ‍তাকে নতুন চুক্তিতে পুরস্কৃত করতে প্রস্তুত। লিগ মৌসুম শেষেই এটি সম্পন্ন হবে বলে আশা রাখছে ক্যাম্প ন্যুর ক্লাবটি।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ১২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।