ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফিফার নতুন সদস্য কসোভো-জিব্রাল্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মে ১৪, ২০১৬
ফিফার নতুন সদস্য কসোভো-জিব্রাল্টার জিব্রাল্টার জাতীয় দল-ছবি:সংগৃহীত

ঢাকা: ফিফার নতুন সদস্য হিসেবে নাম লেখালো কসোভো ও জিব্রাল্টার। মেক্সিকোতে অনুষ্ঠিত ফুটবলের সর্বোচ্চ সংস্থার কংগ্রেসে এই দেশ দুটিকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়।

 

কসোভো ও জিব্রাল্টার সহ ফিফার বর্তমানে মোট সদস্যের সংখ্যা ২১১তে পৌঁছালো। সদস্য হতে ৮৬ শতাংশ ভোট পায় কসোভো। আর ৯৩ শতাংশ ভোট পেয়ে সদস্যভুক্ত হয় জিব্রাল্টার।

নতুন সদস্য হওয়ায় এখন থেকে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার ‍সুযোগ পাবে দেশ দুটি।

এর আগে গত সপ্তাহে উয়েফার সদস্যপদ লাভ করে কসোভো। দেশটি ফিফার অনুমতি পাওয়ার পর ২০১৪ সালে নিজেদের প্রথম প্রীতি ম্যাচ খেলে।

এদিকে ২০১৩ সালে উয়েফার সদস্য হয় জিব্রাল্টার। তবে ২০১৬ ইউরো বাছাইপর্বে খেলার সুযোগ হয়েছিল দেশটির। তবে, কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নিতে হয় তাদের।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ১৪ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।