ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মে অ্যাওয়ার্ড জিতলেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মে ২২, ২০১৬
মে অ্যাওয়ার্ড জিতলেন সুয়ারেজ ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার আক্রমণভাগে অন্যতম নির্ভরতার প্রতীক লুইস সুয়ারেজ। গত সপ্তাহে গ্রানাদার বিপক্ষে তার দুর্দান্ত হ্যাটট্রিকেই তো শিরোপা উল্লাসে মাতে বার্সা।

ক্রিস্টিয়ানো রোনালদোকে হটিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি’ ট্রফি নিশ্চিত করেন উরুগুইয়ান স্ট্রাইকার। এবার লা লিগায় মে মাসের সেরা খেলোয়াড়ের পু্রস্কার জিতে নিয়েছেন সুয়ারেজ।

টানা পাঁচ জয়ে মৌসুমের শেষ দিনে লিগ শিরোপা নিশ্চিত করে বার্সা। পাঁচ ম্যাচেই ক্লিন শিটে (গোল হজম না করা) প্রতিপক্ষের জালে ২৪ বার বল জড়ান মেসি-নেইমার-সুয়ারেজরা। তার মধ্যে টানা দুই ম্যাচেই (দেপোর্তিভো লা করুনা ও স্পোর্টিং গিজন) চারটি গোল করার অনন্য রেকর্ড গড়েন সুয়ারেজ।

সেটি অবশ্য গত মাসের কথা। এ মাসে রিয়াল বেটিস, এসপানিওল ও গ্রানাদার বিপক্ষে বার্সার ১০ গোলের মধ্যে ছয়বারই গোল উদযাপনে মাতেন সাবেক লিভারপুল তারকা। এতেই মৌসুমে এ প্রথম মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সুয়ারেজ।

‍এদিকে, সেরা কোচের অ্যাওয়ার্ডটাও কাতালানদের দখলে। চলতি মাসে সবাইকে ছাড়িয়ে সেরার আসনে বসেছেন লুইস এনরিক। মাসের হিসেবে এটি তার প্রথম সেরা হওয়া। এপ্রিলে সেরা কোচ হন রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান। কোচের দায়িত্ব নিয়ে টানা দুই মৌসুমেই বার্সাকে লিগ শিরোপা এনে দিয়েছেন এনরিক। নিশ্চিতভাবেই গতবারের পর এবারও তিনি মৌসুম সেরা কোচের দৌড়ে এগিয়ে থাকবেন!

লা লিগায় মাত্র দুই মৌসুম খেলেছেন সুয়ারেজ। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরুপ প্রথমবারের মতো তার সামনে লিগের সেরা খেলোয়াড় হওয়ার হাতছানি! ৩৫ ম্যাচে ৪০ গোল করে একসঙ্গে ‘পিচিচি’ অ্যাওয়ার্ডের পাশাপাশি ইউরোপিয়ান গোল্ডেন বুটও নিশ্চিত করেছেন ২৯ বছর বয়সী এ ‘গোলমেশিন’।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মে ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।