ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মামুনুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মে ২৯, ২০১৬
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মামুনুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলামের জন্য কাজটি চ্যালেঞ্জিংই বলতে হবে। কেননা এএফসি কাপের বাছাইপর্বের ম্যাচের আগে মাত্র কিছুদিন হলো নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন লাল-সবুজের এই অধিনায়ক।

 

আর দলে ফিরে নিজেকে পুরোপুরি ছন্দে ফেরাতে কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে গেল দুই সপ্তাহের অনুশীলনে ঘামও ঝরিয়েছেন বিস্তর। কিছুদিন নির্বাসনে থাকার পর আবার দলে ফেরা ও অধিনায়কত্ব পুনোরুদ্ধার এই দু’টি কাজই তার জন্য চ্যালেঞ্জিং ছিল।
 
আর এখন আরও একটি চ্যালেঞ্জ যুক্ত হলো। ০২ জুন স্বাগতিক তাজিকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ভালো কিছু করা।

এএফসি এশিয়ান কাপ ২০১৯ বাছাইপর্বের ম্যাচ খেলতে রোববার (২৯ মে) সকালে দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মামুনুল জানিয়ে গেলেন এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন ‘যতদিন ঢাকা ও আন্তর্জাতিক ম্যাচে ফুটবল খেলছি প্রতিটি ম্যাচই আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। প্রতিনিয়তই আমাদের নতুন করে চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হয়। তাজিকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি খুবই চ্যালেঞ্জিং, কারণ আমরা যারা নিষেধাজ্ঞা থেকে দলে এসেছি এই ম্যাচে তাদের ভালো পারফর্ম খুবই জরুরি। ’

তাজিকিস্তানের বিপক্ষে বাংলাদেশর অতীত রেকর্ড একেবারেই সন্তোষজনক নয়। শুধু অতীত রেকর্ডই নয়, সাম্প্রতিক ফলাফলও দলটির তুলনায় বেশ অনুজ্জ্বল। গেল বছরের ১২ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাজিকদের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়ে হারের স্মৃতিটা এখনও বেশ দগদগে।

তাই হয়তো দলটির বিপক্ষে মামুনুলের জয়ের ক্ষুধাটা একটু বেশিই মনে হলো, ‘তাজিকিস্তানের বিপক্ষে আমরা এখনও ভালো কিছুই করতে পারিনি। শেষ ম্যাচ আমরা ৫-০ তে হেরেছি। তবে অ্যাওয়ে এই ম্যাচটিতে আমরা এবার একটি দল হিসেবে ভালো কিছু করে আসার জন্য যাচ্ছি। ভালো পারফর্ম করতে চাই। ’

বেশি কিছু নয়, নিজেদের সেরা খেলার পাশাপাশি কোচের পরামর্শ মেনে চললে নিজেদের অনুজ্জ্বল অতীত কিছুটা হলেও উজ্জ্বল হবে বলে বিশ্বাস করেন লাল সবুজের অধিনায়ক, ‘এই ম্যাচে আমরা হারবো কী জিতবো সেটা এখনই বলতে পারছি না, তবে কোচের নির্দেশনা অনুযায়ী খেললে আশা করি ভালো একটি ফলাফল হতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ২৯ মে ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।