ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অনুশীলনে সিরিয়াস মামুনুলরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ৫, ২০১৬
অনুশীলনে সিরিয়াস মামুনুলরা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে ৫-০তে বিধ্বস্ত হয়ে শনিবার (৪ জুন) রাতে ঢাকা ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিছুটা বিশ্রাম নিয়েই লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা রোববার (০৫ জুন) অনুশীলনে নেমে পড়ে।

আগামী ০৭ জুন নিজেদের মাটিতে দ্বিতীয় লেগে তাজিকদের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। আর সেই ম্যাচকে সামনে রেখেই অনুশীলনে ঘাম ঝরায় লাল-সবুজের জার্সিধারীরা।

রোববার (৫ জুন) বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন পর্বে উপস্থিত ছিলেন জাতীয় দলের বর্তমান ক্যাম্পে থাকা সকল ফুটবলার। জাতীয় দলের হেড কোচ ডি ক্রুইফ, সহকারী কোচ সাইফুল বারী টিটোর অধীনে মামুনুলরা নিজেদের ঝালিয়ে নেয়।

অনুশীলনে ফুটবলারদের রানিং, ছোট ছোট পাস, লং পাস ও ফ্রি-কিকে মগ্ন থাকতে দেখা যায়। পাশাপাশি গোলবারে শটের অনুশীলনেও জাতীয় দলের সদস্যদের বেশ সতর্ক থাকতে দেখা যায়।

অনুশীলনের দ্বিতীয় ধাপে জাতীয় দলের ২২ জন ফুটবলার দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেন।

এদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠে নিজেদের প্রস্তুতি শেষ করেছে সফরকারী তাজিকিস্তান।
তাজিকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ড একেবারেই সন্তোষজনক নয়। শুধু অতীত রেকর্ডই নয়, সাম্প্রতিক ফলাফলও দলটির তুলনায় বেশ অনুজ্জ্বল। সবশেষ অ্যাওয়ে ম্যাচে ৫-০তে হারা বাংলাদেশ গত বছরের ১২ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও তাজিকদের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়। তবে, হোম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল স্বাগতিক বাংলাদেশ। এবার এশিয়ান কাপের হোম ম্যাচে নিজেদের চেনা পরিবেশে কি করবে লাল-সবুজরা সেটিই দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ৫ জুন ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।