ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির পরিবর্তে গাইতানকে খেলাবেন মার্টিনো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুন ৬, ২০১৬
মেসির পরিবর্তে গাইতানকে খেলাবেন মার্টিনো নিকোলাস গাইতানে-ছবি:সংগৃহীত

ঢাকা: চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা শতবার্ষিকীর বিশেষ আসর শুরু করতে যাচ্ছে ফেভারিট আর্জেন্টিনা। এ ম্যাচটি আর্জেন্টিনার আবার প্রতিশোধেরও।

কারণ গতবার ফাইনালে চিলির কাছে হেরেই শিরোপা বঞ্চিত থেকেছিলো দলটি।

 

এদিকে চিলির বিপক্ষে ইনজুরির কারণে খেলা নিয়ে শঙ্কা রয়েছে নিয়মিত অধিনায়ক লিওনেল মেসির। আর মেসি যদি খেলতে না পারেন তবে তার পরিবর্তে কোচ জেরার্ডো মার্টিনো ভরসা রাখছেন বেনফিকার উইঙ্গার নিকোলাস গাইতানের ওপর।

মঙ্গলবার (০৭ জুন) ক্যালিফোর্নিয়ার লেভাইস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় মুখোমুখি হবে দু’দল। এ ম্যাচের শেষ সময় পর্যন্ত বার্সেলোনা তারকা মেসির জন্য অপেক্ষা করবেন মার্টিনো। তবে অন্যথায় গাইতানকে তিনি সুযোগ দেবেন।

মার্টিনো বলেন, ‘আমি মনে করি না সে লিওর মতো কিছু করে দেখাতে পারবে। তবে আমি তার কাছে অনেক কিছু চাই। কারণ সে পুরোপুরি ফিট রয়েছে। তার খেলার গতি দুর্দান্ত, বলের পাস দিতে পারে অসাধারণ। আমি বিশ্বাস করি সে একজন পরিপূর্ণ ফুটবলার। ’

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ০৬ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।