ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কষ্টার্জিত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, জুন ২২, ২০১৬
কষ্টার্জিত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোর আসরে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচেও জয় পেয়েছে জার্মানি। শিরোপা প্রত্যাশী জার্মানরা ১-০ গোলে হারিয়েছে নর্দান আয়ারল্যান্ডকে।

মারিও গোমেজের একমাত্র গোলটিতে জয় তুলে নেয় জোয়াকিম লো’র শিষ্যরা।

 

প্যারিসের প্রাক দি প্রিন্সেসে ‘সি’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩০ মিনিটের মাথায় থমাস মুলারের অ্যাসিস্ট থেকে গোলটি করেন গোমেজ।

পুরো ম্যাচে ৭৯ শতাংশ বল নিজেদের দখলে রাখে ম্যানুয়েল ন্যুয়ের, বোয়েতাং, ম্যাট হ্যামেলস, সামি খেদিরা, মেসুত ওজিল, টনি ক্রুস, আন্দ্রে শুরেল, শোয়াইন্সটাইগার আর বেনেডিক্টরা।

এ ম্যাচে জয়ের ফলে গ্রুপপর্বের চ্যাম্পিয়ন হয়েই শেষ নকআউট পর্বে উঠলো ২০১৪’র বিশ্বকাপ জয়ী জার্মানি।

এর আগে গ্রুপপর্বের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ড্র আর ইউক্রেনের বিপক্ষে জয় পায় জার্মানি। আয়ারল্যান্ডকে হারিয়ে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো জার্মানরা। তবে, তিন ম্যাচ খেলা পোল্যান্ড নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ১-০ গোলে জেতায় তাদেরও পয়েন্ট সাত, অবস্থান দুইয়ে। আর প্রথমবারের মতো ইউরোর আসরে খেলতে আসা আয়ারল্যান্ড তিন ম্যাচের একটিতে জয় আর দুটিতে পরাজয় নিয়ে অর্জন করেছে তিন পয়েন্ট। ইউক্রেনের ভাগ্যে কোনো পয়েন্ট জুটেনি।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, ২২ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।