ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জুন ২২, ২০১৬
স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: নকআউট পর্বের আগে রীতিমতো দুঃস্বপ্নই উপহার পেল স্পেন! এক ম্যাচ হাতে রেখে ইউরোর শেষ ষোলো নিশ্চিত করা স্প্যানিশদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে মডরিচ-রাকিটিচের ক্রোয়েশিয়া। দুর্দান্ত জয়ে ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হটিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের আসনে বসেছে ক্রোয়েশিয়ানরা।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গত ১২ বছরের মধ্যে এ প্রথম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে স্পেন। খেলা শুরুর সাত মিনিটেই অবশ্য লিড নিয়েছিল ভিসেন্তে দেল বস্কের শিষ্যরা। সেস ফ্যাব্রিগাসের পাসে বল জালে জড়ান আগের ম্যাচের জোড়া গোলদাতা আলভারো মোরাতা।

প্রথমার্ধ শেষের আগ মুহূর্তে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ফরোয়ার্ড নিকোলা ‍কালিনিক। ম্যাচ যখন শেষের দিকে তখনই স্প্যানিশদের থমকে দেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান পেরিসিক। রেফারি শেষ বাঁশি বাজানোর পর ইনিয়েস্তা-বুসকেটস-সিলভাদের এক রাশ হতাশাই সঙ্গী হয়।

এদিকে, ‘ডি’ গ্রুপের অপর ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে তুরস্ক। দু’দলই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।