ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্পেন কোচের ইতি টানলেন দেল বস্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
স্পেন কোচের ইতি টানলেন দেল বস্ক ভিসেন্ত দেল বস্ক-ছবি:সংগৃহীত

ঢাকা: স্পেন জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করলেন ভিসেন্ত দেল বস্ক। তবে রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) অভিজ্ঞ এ কোচকে দলের ভিন্ন কোন কাজে রাখার পরিকল্পনা করছে।

 

চলতি ইউরো ২০১৬’র শেষ ষোলো থেকে বিদায় নেয় স্পেন। ইতালির বিপক্ষে হার মানে লা রোজারা। আর সে ম্যাচটি পরেই পদত্যাগ করার ইঙ্গিত দেন দেল বস্ক।

আরএফইএফ’র এক বিবৃতিতে বলা হয়, ‘আরএফইএফ এর প্রেসিডেন্ট অ্যাঙ্গেল মারিয়া ভিলার ও জাতীয় দলের কোচ ভিসেন্ত দেল বস্ক মাদ্রিদে এক সভায় বসেছিলেন, যেখানে দেল বস্ক জানান তিনি আরও কোচ পদে থাকছেন না। ’

এর ‍আগে ২০০৮ সালে স্পেনের কোচ হিসেবে নিয়োগ পান দেল বস্ক। পরে ৪৪ বছর পর ইউরোর মাধ্যমে স্পেনকে প্রথম কোন বড় শিরোপা পাইয়ে দেন তিনি। পরে তার অধীনে দেশটি প্রথমবারের মতো ২০১০ বিশ্বকাপ ট্রফি জেতে। আর ২০১২ সালে টানা দ্বিতীয় ইউরো জেতে স্পেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ০৪ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।