ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাজছে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম, প্রস্তুত মাঠ

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
সাজছে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম, প্রস্তুত মাঠ ছবি: অনিক খান

ময়মনসিংহ: বেজে উঠেছে দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ময়মনসিংহ পর্বের ডামাডোল। শুক্রবার (০৫ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টায় ময়মনসিংহ নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে লিগের দ্বিতীয় পর্ব।

এ উপলক্ষে স্টেডিয়ামকে সাজানো হচ্ছে নতুন সাজে। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার গ্যালারি তার দৈন্যদশা কাটিয়ে  উঠছে। ধোয়া-মোছা শেষে রঙ করা হয়েছে গ্যালারির রেলিং।

কাজ করা হয়েছে মাঠেও। মাঠে শোভাবর্ধন করছে সবুজ ঘাস। গ্যালারিতে ঝুলানো হয়েছে ব্যানার-ফেস্টুন। সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এ স্টেডিয়ামে।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) বিকেলে সরেজমিনে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে গিয়ে এমন প্রস্তুতিরই দেখা মিললো।

তবে অনেকের মতে, অনেক আগে স্টেডিয়ামে বিপিএল প্রস্তুতি কাজ শুরু করা হলে এভাবে রাত-দিন কাজ করে নির্মাণ শ্রমিকদের ঘাম ঝরাতে হতো না। জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীলদের উদাসীনতার কারণেই শেষ মুহূর্তেও চলছে বিরামহীন কাজ।

জানা যায়, রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংস্কারের পর প্রথমবারের মতো বড় ধরনের কোনো আসর বসতে যাচ্ছে এ স্টেডিয়ামে। এ নিয়ে জেলা ক্রীড়া সংস্থার মাঝে খুশির কমতি নেই।

দেখা গেলো, স্টেডিয়ামের মাঠে সবুজ ঘাসের পর এখন রোলারের সবশেষ কাজ চলছে। গ্যালারিতেও প্যান্ডেল করার কাজে ব্যস্ত শ্রমিকরা।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন বাংলানিউজকে জানান, এখানে খেলোয়াড়দের জন্য রয়েছে দু’টি ড্রেসিং রুম। এ রুমের পাশাপাশি প্রেস বক্স, মিডিয়া সেন্টার, কন্ট্রোল রুমসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মোট ১২ টি এসি লাগানো হয়েছে। বিপিএল’র এ আয়োজনকে ঘিরে স্টেডিয়াম ও মাঠ প্রস্তুতসহ সব মিলিয়ে দশ লাখ টাকা খরচ হয়েছে।

তিনি আরও জানান, ‘সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে এ আয়োজন সম্পন্ন করতে পারলে ভবিষ্যতেও ময়মনসিংহে আরো বড় বড় আসর বসবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জে আমরা জয়ী হতে চাই। ’

কাল থেকে শুরু টিকিট বিক্রি: রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মোট ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৪ টায়। উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল শুক্রবার (০৫ আগস্ট) সকাল ১০ টা থেকে।

স্টেডিয়াম সংলগ্ন দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে টিকিট পাওয়া যাবে। ভিআইপি গ্যালারিতে টিকিটের মূল্য ১’শ টাকা আর সাধারণ গ্যালারিতে টিকিটের দাম ৪৫ টাকা।

এছাড়া দু’টি ঘোড়ার গাড়ি, চারটি অটো রিকশাসহ মোট ১৫ টি গাড়িতে নগর ঘুরে ঘুরে টিকিট বিক্রি চলবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগষ্ট ০৪, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।