ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

২০২০ পর্যন্ত লিচেস্টারে মাহরেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
২০২০ পর্যন্ত লিচেস্টারে মাহরেজ ছবি: সংগৃহীত

ঢাকা: সামার ট্রান্সফার উইন্ডোতে লিচেস্টার সিটি ছাড়ার গুঞ্জবে পানি ঢেলে দিলেন রিয়াদ মাহরেজ। প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়নদের সঙ্গে চার বছরের নতুন চুক্তি সই করেছেন ২৫ বছর বয়সী এ আলজেরিয়ান উইঙ্গার।

এর আগে ইংলিশ ফুটবলে ২০১৫-১৬ মৌসুমের সেরা খেলোয়াড়ের আর্সেনালে যোগ দেওয়ার জোরালো গুঞ্জনই ওঠেছিল। যদিও সম্প্রতি গানারদের আগ্রহে ভাটা পড়ে। এখন লিচেস্টারের জার্সি গায়ে ২০২০ পর্যন্ত নিশ্চিত হয়ে গেলেন মাহরেজ।

গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে পুরো ফুটবল বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রাখে লিচেস্টার। ‘দ্য ফক্সেসরা’ নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা উল্লাতে মাতে। তাও আবার ১০ পয়েন্টের লিড নিয়ে। ভাবা যায়!

এমন অভূতপূর্ব সাফল্যের নেপথ্যে মাহরেজের অবদান ছিল চোখে পড়ার মতোই। মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার’ তো তারই প্রমাণ। ৩৭টি লিগ ম্যাচে তিনি প্রতিপক্ষের জালে ১৭ বার বল জড়ানোর পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরো ১১টি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।