ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে ইংলিশ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে ইংলিশ স্কোয়াড ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী মাসে শুরু হচ্ছে ২০১৮ ফুটবল বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব। নিজেদের প্রথম ম্যাচে স্লোভাকিয়ার মুখোমুখি হবে ৬৬’র বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছেন ইংলিশদের নতুন কোচ স্যাম অ্যালারডাইস।

স্লোভাকিয়ার মাঠে অ্যাওয়ে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতের মিশন শুরু করবে ইংল্যান্ড দল। ৪ সেপ্টেম্বর (রোববার) বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।

প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন ওয়েস্ট হামের ২৬ বছর বয়সী উইঙ্গার মাইকেল অ্যান্তোনিও। গত মৌসুম জুড়ে ইনজুরি ও ফিটনেস সমস্যায় ভোগা লুক শ দলে ফিরেছেন। পেপ গার্দিওলার অধীনে ম্যানসিটিতে জায়গা হারানো জো হার্ট জাতীয় দলের অবস্থান ধরে রেখেছেন।

অন্যদিকে, ইউরো মিস করা সেন্টারব্যাক ফিল জাগিয়েল্কা, মিডফিল্ডার ড্যানি ড্রিংকওয়াটার ও থিও ওয়ালকটকে স্কোয়াডে রেখেছেন অ্যালারডাইস। ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি দুই মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার ও রস বার্কলির।

এদিকে, ইউরোতে খেলা উদীয়মান মার্কাস রাশফোর্ডকে অনূর্ধ্ব-২১ টিমে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার অনুপস্থিতিতে আক্রমণভাগে আছেন তিনজন স্ট্রাইকার। ড্যানিয়েল স্টারিজ, জেমি ভার্ডি ও হ্যারি কেন।

মূল পর্বে ওঠার লড়াইয়ে ইউরোপের ৫৪টি দল ৯টি গ্রুপে অংশ নিচ্ছে। ‘এফ’ গ্রুপে ইংল্যান্ডের বাকি চার প্রতিপক্ষ স্কটল্যান্ড, স্লোভেনিয়া, লিথুনিয়া ও মাল্টা।

স্লোভাকিয়া ম্যাচের ইংল্যান্ড দল:
গোলরক্ষক: জো হার্ট, ফ্রেজার ফরস্টার, টম হিটন।

ডিফেন্ডার: গ্যারি কাহিল, নাথানিয়েল ক্লাইনি, ফিল জাগিয়েলকা, ড্যানি রোজ, লুক শ, ক্রিস স্ম্যালিং, জন স্টোনস, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: ড্যালি আলী, মাইকেল অ্যান্তোনিও, এরিক ডায়ার, ড্যানি ড্রিংওয়াটার, জর্ডান হেন্ডারসন, অ্যাডাম লাল্লানা, ওয়েইন রুনি, রাহিম স্টার্লিং, থিও ওয়ালকট।

ফরোয়ার্ড: ড্যানিয়েল স্টারিজ, জেমি ভার্ডি, হ্যারি কেন।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।