ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তবুও অতৃপ্ত বাংলাদেশ কোচ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
তবুও অতৃপ্ত বাংলাদেশ কোচ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের ৫-০ গোলের বড় ব্যবধানের জয়ে তৃপ্ত নন দলটির কোচ গোলাম রব্বানি ছোটন। তিনি  তৃপ্ত হতেন যদি তার ছাত্রীরা আরও বড় ব্যবধানে জিততে পারতো।

 

বাছাইপর্বে প্রত্যাশিত খেলা উপহার দিয়ে আসছে বাংলাদেশের মেয়েরা। ২৭ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ৩-০ তে জয়ের পর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়েছে ৫-০ এর বড় ব্যবধানে।  

দলটির জয়ের এই ধারাবাহিকতা সামনের  তিনটি ম্যাচেও বজায় থাকবে বলে জানালেন কোচ গোলাম রব্বানি ছোটন। সোমবার (২৯ আগস্ট) রাতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান।

ছোটন জানান, ‘আমরা পর পর দুটো ম্যাচ জিতেছি। আশা করছি সামনের ম্যাচগুলোতেও আমাদের জয় অব্যাহত থাকবে। মূলত জয়ের জন্যই আসছে দিনগুলোতে মাঠে নামবো। ’

তবে সামনের ম্যাচগুলোতে জয় পেতে চাইলেও সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচে শিষ্যদের কিছু কিছু ভুল ত্রুটি তাকে কষ্ট দিচ্ছে, ‘খেলা শুরুর আড়াই মিনিটেই স্বপ্না নিশ্চিত একটি গোল মিস করেছে। সেটা না করলে ম্যাচের চিত্রই পাল্টে যেত। শুরু থেকেই ওরা পুরো ম্যাচে চাপে থাকতো। আর পুরো ম্যাচে চাপে থাকলে আরও বেশি গোল ব্যবধানে আমরা জিততে পারতাম। ’     

৩১ আগস্ট তৃতীয় ম্যাচে কিরগিজস্তান, ৩ সেপ্টেম্বর চতুর্থটিতে চাইনিজ তাইপে ও ৫ সেপ্টেম্বর পঞ্চম ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের মোকাবেলা করবে কৃষ্ণা, তহুরারা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।