ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের মিশনে ‘এমএসএন’ জাদু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
চ্যাম্পিয়ন্স লিগের মিশনে ‘এমএসএন’ জাদু ছবি: সংগৃহীত

ঢাকা: নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে আতিথ্য দেওয়া সেল্টিককে নিয়ে ছেলেখেলা করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মেসির হ্যাটট্রিক, সুয়ারেজের জোড়া, নেইমার-ইনিয়েস্তাদের স্কোরিংয়ে ৭-০ গোলে সেল্টিককে উড়িয়ে দিয়েছে বার্সা।

ম্যাচের প্রথম থেকেই মেসি-সুয়ারেজ-নেইমার (এমএসএন) খেলেছেন।

লা লিগায় আলাভেসের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের মিশনে নেমেছিল মেসি-নেইমার-সুয়ারেজরা। আর গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচেই লুইস এনরিকের শিষ্যরা গোল উৎসবে মেতেছিলেন।

স্কটল্যান্ডের দলটির বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করেন মেসি। প্রায় সাড়ে ৭৪ হাজার দর্শকের উপস্থিতিতে ১-০ গোলের লিড নিতে মেসিকে সহায়তা করেন নেইমার। ১৫ মিনিটের মাথায় মেসির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় বার্সার প্রাণভোমরাকে।

২৪ মিনিটের মাথায় ম্যাচে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্কটিশরা। তবে, পেনাল্টির সেই সুযোগ থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হন সেল্টিকের মোউসা। বার্সার গোলরক্ষক টার স্টেগেন বাঁ-দিকে ঝাঁপিয়ে শটটি রুখে দেন।

২৭ মিনিটে মেসি নিজের ও দলের জন্য দ্বিতীয় গোলটি করেন। এবারও মেসিকে বল বানিয়ে দেন নেইমার (২-০)। এই স্কোরেই এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর খেলার ৫০ মিনিটের মাথায় নেইমার গোল করলে বার্সার স্কোর দাঁড়ায় ৩-০। ৫৯ মিনিটে গোল করেন ইনিয়েস্তা। তার গোলে অ্যাসিস্ট করেন ব্রাজিল দলপতি নেইমার। ইনিয়েস্তার গোলে চতুর্থবারের মতো এগিয়ে যায় কাতালানরা।

এক মিনিট যেতে না যেতেই খেলার ৬০ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। মেসির দেওয়া তৃতীয় গোলের ফলে বার্সা এগিয়ে যায় ৫-০ গোলের ব্যবধানে। ৭৫ মিনিটে আবারো নেইমার জাদু। তবে, এবার গোল করেননি তিনি। সুয়ারেজকে দিয়ে প্রথম গোল করিয়েছেন ব্রাজিল তারকা। সুয়ারেজের গোলে ৬-০তে লিড নেয় কাতালানরা।

৮৮ মিনিটের মাথায় বাকি গোলটি করেন ইনিয়েস্তা। মেসির অ্যাসিস্ট থেকে আসে গোলটি। ফলে, ৭-০ গোলের বিশাল লিড নেয় লুইস এনরিকের শিষ্যরা। আর বাকি সময় কোনো গোল না হলে এই স্কোরেই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।