ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বায়ার্নই আলোনসোর শেষ ক্লাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
বায়ার্নই আলোনসোর শেষ ক্লাব জাভি আলোনসো-ছবি:সংগৃহীত

ঢাকা: পেশাদারী ফুটবলে বায়ার্ন মিউনিখই জাভি আলোনসোর শেষ ক্লাব। এমনটিই জানালেন স্পেনের সাবেক বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার।

৩৪ বছর বয়সী এ তারকা এর আগে রিয়াল সোসিয়েদাদ, লিভারপুল ও রিয়াল মাদ্রিদে সফল কয়েকটি মৌসুম কাটিয়েছিলেন। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ সহ অসংখ্য শিরোপা।

ক্যারিয়ারে আলোনসো এখন পর্যন্ত ইউরোপের শীর্ষ চারটি লিগের মধ্যে তিনটিতেই খেলেছেন। তবে, বাকি থাকা ইতালিয়ান লিগ সিরি আ’তেও তার আগ্রহ আছে। তবে জার্মান চ্যাম্পিয়নদের পর আর কোনো ক্লাবে খেলার স্বপ্ন দেখেন না তিনি।

বিভিন্ন ক্লাবের হয়ে ৪৮৫ ম্যাচ খেলা এ তারকা জানান, ‘আমি মনে করি বায়ার্নই আমার শেষ ক্লাব। আসলে আমি সব সময় সেরা ক্লাবেই খেলে অভ্যস্ত। আমার ইতালিতে যাওয়ার ইচ্ছে আছে। তবে সেখানে হয়তো আমার খেলা হবে না। ’

এদিকে আলোনসো বায়ার্নে আরও থাকার ইচ্ছে প্রকাশ করলেও চলতি মৌসুম শেষেই বুন্দেসলিগার দলটির সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে। ক্লাবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের নতুন প্রস্তাব পাননি তিনি।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।