ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সায় ২০১৯ সালই মাশ্চেরানোর শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
বার্সায় ২০১৯ সালই মাশ্চেরানোর শেষ জাভিয়ার মাশ্চেরানো-ছবি:সংগৃহীত

ঢাকা: আপাতত বার্সেলোনা ছেড়ে কোথাও যাচ্ছেন না আর্জেন্টাইন মিডফিল্ডার জাভিয়ার মাশ্চেরানো। সেই লক্ষ্যে ক্লাবটির সঙ্গে আড়াই বছরের চুক্তি বাড়ালেন এই তারকা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে কাতালান দলটির হয়ে এটিই তার ক্যারিয়ারের শেষ চুক্তি বলে জানালেন তিনি।

স্প্যানিশ টিভিতে এক সাক্ষাতকারে মাশ্চেরানো বলেন, ‘এটাই আমার শেষ চুক্তি। আশাকরি এখানে আমাকে সবাই ভালো মানুষ বলে বিবেচনা করবে। ’

ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে ২০১০ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন এই আর্জেন্টাইন। আর তার  যোগ দেয়ার পর গেল ছয় মৌসুমে চারটি লা লিগা ও দু’টি চ্যাম্পিয়নস লিগ ঘরে তুলেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।