ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয়ে ফিরলো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
জয়ে ফিরলো বায়ার্ন

ঢাকা: টানা দুই ম্যাচ ড্র’য়ের পর জয়ের ধারায় ফিরলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। লিগের অষ্টম ম্যাচে বরুশিয়া গ্ল্যাডব্যাখকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের ষষ্ঠ জয় তুলে নিল কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।


আর এই জয়ে ৮ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানকে আরও মজবুত করলো বায়ার্ন মিউনিখ।
 
এর আগে (২২ অক্টোবর) ঘরের মাঠ অ্যালায়েঞ্জ অ্যারিনায় প্রথমার্ধের ১৬ মিনিটে দলের চিলির মিডফিল্ডার আরতুরো ভিদালের শক্তিশালী হেডের সামনে গ্ল্যাডব্যাখ গোলরক্ষক ইয়ান সোমার পরাস্ত হলে ১-০তে লিড পায় স্বাগতিকরা।
এরপর ৩১ মিনিটে ডগলাস কস্তার লো ড্রাইভ থেকে দ্বিতীয় দফায় সোমার পরাস্ত হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে স্বাগতিক বায়ার্ন মিউনিখ।
 
দ্বিতীয়ার্ধে গিয়ে অনেকটাই রক্ষণাত্নক খেলেছে স্বাগতিকরা। প্রতিপক্ষের জালে গোল জড়ানোর চাইতে নিজেদের রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থেকেছেন জাভি মার্টিতেজ, ম্যাট হামেলস ও রাফিনহারা।
 
তবে ৭১ মিনিটে বায়ার্নের সেই রক্ষণও বলতে গেলে ভেঙেই দিয়েছিলেন গ্ল্যাডবাখ মিডফিল্ডার আন্দ্রে হান। জুলিয়ান ক্রবের ডিপ ক্রস থেকে গোলের দারুণ এক সম্ভাবনা জাগিয়ে ছিলেন কিন্তু সেখানে বাধ সাধেন ম্যানুয়েল ন্যুয়ের।
 
এরপর অবশ্য আশা জাগানিয়া আর কোন আক্রমণই রচনা করতে পারেনি সফরকারী বরুশিয়া গ্ল্যাডব্যাখ। ফলে নির্ধারিত সময় শেষে স্বাগতিকদের কাছে ২-০ হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয়।     
 
বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৬
এইচএল  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।