ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদো মানুষ, যন্ত্র নয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
রোনালদো মানুষ, যন্ত্র নয় ছবি: সংগৃহীত

ঢাকা: কেউ কেউ আর্জেন্টাইন ফুটবলের বিস্ময় লিওনেল মেসিকে বলে থাকেন ‘অন্য গ্রহের ফুটবলার’। কেউ কেউ পর্তুগিজ তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকেও বলে থাকেন ‘গোলমেশিন’।

তবে, রোনালদো একজন মানুষ আর একজন মানুষ হিসেবে তিনি গোলের সুযোগ নষ্ট করতেই পারেন-এমনটি মন্তব্য করেছেন রোনালদোর ক্লাব সতীর্থ আলভারো মোরাতা।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদো একাধিক গোলের ব্যর্থতার মূল্য দিতে হয় রিয়াল মাদ্রিদকে। লা লিগার সবশেষ ম্যাচে অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ছিল ম্যাচটি। শীর্ষে ফিরতে রিয়ালের হয়ে ম্যাচের ৮৪তম মিনিটে গোল করেন মোরাতা। এটি ছিল তার জন্মবার্ষিকীর দিন করা গোল। আর এই গোলের সুবাদেই পয়েন্ট হারানো থেকে বেঁচে যায় রিয়াল।

পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে রিয়াল। প্রথম গোলটি করিম বেনজেমা করলেও বদলি হিসেবে নেমে নিজের ২৪তম জন্মবার্ষিকীতে গোল করে দলকে ২-১ ব্যবধানের জয় এনে দেন মোরাতা।
 
রোনালদো গোলের সুযোগ নষ্ট করার পরও পাশে পাচ্ছেন ক্লাব সতীর্থ মোরাতাকে। স্প্যানিশ তারকার মতে, ‘আমাদের কাছে রোনালদো দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর আমি মনে করি সে প্রচুর গোল করেছে। আমার কাছে সে কোনো যন্ত্র নয়। সে মানুষ… তার গোলের সুযোগ নষ্ট করার অধিকার আছে। ’

মোরাতা আরও যোগ করেন, ‘রোনালদো এমন ফুটবলার যার গোল করাটা নেশার মতো। আপনি যখন মৌসুমে প্রায় ৭০টি গোল করতে অভ্যস্ত, তখন তো স্কোর করাটা প্রতি ম্যাচেই আসক্তির মতো। আমরা একটি দল হিসেবেই খেলছি। যেখানে আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে জয় তুলে নেওয়া। রোনালদোর মতো দলের প্রত্যেক ফুটবলার চায় প্রতিটি ম্যাচে খেলতে। ’

রিয়ালে যোগ দেওয়ার পর সবচেয়ে বাজে মৌসুম শুরুর রেকর্ড গড়েন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। চলতি মৌসুমে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে ফেললেও তা থেকে গোল আদায় করে নিয়েছেন মাত্র দুটি। ২০০৯ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লা গ্যালাকটিকোতে পাড়ি দেন সিআর সেভেন খ্যাত এ তারকা। যেখানে ২০১৪-১৫ মৌসুমে ছয় ম্যাচ থেকে তিনি সর্বোচ্চ ১৩টি গোল আদায় করে নিয়েছিলেন। গত মৌসুমেও তিনি করেন পাঁচ গোল।

রোনালদো স্প্যানিশ জায়ান্টদের ঘরের মাঠ বার্নাব্যুতে শেষ চার ম্যাচে কোনো গোল করতে পারেননি। এটিও তার ক্যারিয়ারে বাজে রেকর্ড হিসেবে যোগ হয়েছে। এদিকে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির দৌড়ে বর্তমানে এগিয়ে রয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চলতি মৌসুমে ইতোমধ্যে তিনি ছয়টি গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।