ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভারতে খেলবেন মেসি-নেইমার-সুয়ারেজরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
ভারতে খেলবেন মেসি-নেইমার-সুয়ারেজরা ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বক্রিকেটে শক্তিশালী অবস্থান হলেও ফুটবলে ততটা শক্তিশালী নয় ভারত। তবে, ফুটবলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে ভারতীয় সরকার উদ্যোগ নিয়েছে।

তারই ধারাবাহিকতায় স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাকে আমন্ত্রণ জানিয়েছে ভারতের মাটিতে একটি প্রীতিম্যাচ খেলার।

তাতে সাড়া দিয়েছে বার্সা। আগামী ২-৩ বছরের মধ্যে মেসি-নেইমার-সুয়ারেজরা ভারতের মাটিতে খেলতে যাবেন। বিষয়টি নিশ্চিত করেছে বার্সার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে বার্সা প্রেসিডেন্ট জানান, ‘আমরা ফুটবলের উন্নয়নে সারা বিশ্বে কাজ করতে চাই। ভারতেও আমাদের বেশ কিছু কর্মকাণ্ড পরিচালনা করতে আগ্রহী। আর সে লক্ষ্যেই আমাদের মূল দলকে ভারতের মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলতে পাঠানোর ইচ্ছে রয়েছে। তাতে, ভারতে ফুটবলের উন্নয়নে বড় ভূমিকা রাখা সম্ভব বলে আমি মনে করি। ’

বার্তোমেউ আরও যোগ করেন, ‘ভারত থেকে আমাদের ক্লাবের মূল দলে দুই-তিন ফুটবলারকে সুযোগ দিতে আমরা আগ্রহ দেখিয়েছি। তবে, তাদের নামগুলো এখনই জানানোর সঠিক সময় না। ’

মেসি-নেইমারদের ঠিক কবে নাগাদ ভারতবাসী দেখতে পাবে এমন প্রশ্নে বার্সা প্রেসিডেন্ট জানান, ‘আমাদের সিডিউল সত্যিই খুব কঠিন। একটা মৌসুম শেষ হওয়া মাত্রই আরেকটা এসে পড়ে। তবে, এটুকু নিশ্চিত করে বলতে পারি আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে আমাদের মূল দল ভারতে গিয়ে খেলে আসবে। আর আমাদের বোর্ডও এটা নিয়ে বেশ সিরিয়াস। ’

কাতালান ক্লাবটির সভাপতি আরও যোগ করেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে ভারতে ফুটবলের উন্নয়নে সাহায্য করা। তবে, পাশাপাশি আমরা এটাও চাইবো ক্লাবে ভারতীয় সমর্থকদের আধিক্য। আমরা তাদের আরও কাছে আসতে চাই। আমি জানি ভারতে ক্রিকেট বেশ জনপ্রিয়। কিন্তু, এটাও জানি ভারতে বার্সেলোনাও বেশ জনপ্রিয়। আমরা সেখানকার তরুণ কোচদের নিয়ে কাজ করতে চাই। স্থানীয় যে লিগগুলো চলে, সেগুলোর দেখভালের দায়িত্ব নিতে চাই। বার্সার কিছু ফুটবল স্কুল সেখানে গড়তে চাই। ’

স্পেনের বাইরে হংকং এবং যুক্তরাষ্ট্রে বার্সা তাদের অফিস গড়ে তুলেছে। ইতোমধ্যেই বার্সার পরিকল্পনাতে আছে আরও ২০টি ফুটবল স্কুল গড়ে তোলার। ভারতের মুম্বাই এবং দিল্লিতেও এই ফুটবল স্কুল গড়ে তুলতে আগ্রহী কাতালানরা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ০১ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।