ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফিফা বর্ষসেরার তালিকায় ‘এমএসএন’ রোনালদো-বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
ফিফা বর্ষসেরার তালিকায় ‘এমএসএন’ রোনালদো-বেল বাঁ থেকে নেইমার, সুয়ারেজ, মেসি, রোনালদো ও বেল-ছবি:সংগৃহীত

ঢাকা: ফিফা ২০১৬ বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য ২৩ সদস্যের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে রয়েছেন বার্সেলোনার তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার।

অপরদিকে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের আছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। তবে এ তালিকায় একমাত্র ডিফেন্ডার হিসেবে আছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।

তালিকায় আরও আছেন ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া লিচেস্টার সিটির তিন ফুটবলার। এরা হলেন জেমি ভার্ডি, রিয়াদ মারারেজ ও এন’গোলো কান্তে। ইংলিশ লিগ থেকে আরও আছেন আর্সেনালের অ্যালেক্সিস সানচেজ ও মেসুত ‍ওজিল। ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো ও ম্যানচেস্টার ইউনাইটেডের জ্লাতান ইব্রাহিমোভিচ ও পল পগবা।

এবারের পুরস্কার জয়ে সবার ওপরে অবশ্য পর্তুগিজ অধিনায়ক রোনালদোই থাকবেন। কারণ সবশেষ ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ ও জাতীয় দলকে প্রথমবারের মতো ইউরো জিতিয়েছেন এ স্ট্রাইকার। একই দলের বেল চ্যাম্পিয়নস লিগ সহ জাতীয় দল ওয়েলসকে ইউরোর সেমিফাইনালে নিয়েছেন।

সুযোগ থাকছে বার্সার প্রাণভোমরা মেসিরও। কাতালান ক্লাবটির হয়ে গত মৌসুমে জিতেছেন ডাবলস। এছাড়া জাতীয় দল আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে নিয়ে গেছেন। কম যাননি সুয়ারেজও, লা লিগায় গতবার মেসি, রোনালদোকে হটিয়ে হন শীর্ষ গোলদাতা তিনি। দারুণ মৌসুম কাটিয়েছেন দলের আরেক ব্রাজিলিয়ান তারকা নেইমার।

ফিফা আগামী ৯ জানুয়ারি জুরিখে মোট আটটি পুরস্কার দেবে। যেখানে সেরা পুরুষ ও নারী ফুটবলারের পাশাপাশি থাকবে শীর্ষ কোচেরও পুরস্কার। তবে এবারের পুরস্কারটি প্রায় ছয় বছর পর আলাদাভাবে দিচ্ছে ফুটবলের সর্বোচ্চ এ নিয়ন্ত্রক সংস্থা। এর আগে ২০১০ সাল থেকে ফ্রেঞ্চ ম্যাগাজিনের সঙ্গে যৌথভাবে ফিফা ব্যালন ডি’অর দেওয়া হয়েছিল। তবে চুক্তি শেষ হয়ে যাওয়ায় এবার দুটি প্রতিষ্ঠানই আলাদাভাবে পুরস্কার দিচ্ছে।

ফিফার বর্ষসেরা পুরুষ ও মহিলা খেলোয়াড় এবং কোচের পুরস্কার নির্ধারণের ক্ষেত্রে বিশ্বের সব জাতীয় দলের কোচ ও অধিনায়কের ভোট ৫০ শতাংশ ভূমিকা রাখবে। বাকি ৫০ শতাংশে থাকবে অনলাইনে ফুটবলপ্রেমীদের ভোট ও সারা বিশ্বের ২০০ এর বেশি গণমাধ্যম কর্মীদের।

২০১৬ ফিফা বর্ষসেরা পুরস্কারের ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা:
লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), নেইমার (বার্সেলোনা), লুইস সুয়ারেজ (বার্সেলোনা), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ), জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), অ্যান্তোনিও গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ), জ্লাতান ইব্রাহিমোভিচ (ম্যানচেস্টার ইউনাইটেড), এন’গোলো কান্তে (চেলসি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), রবার্ট লেভানডোভস্কি (বায়ার্ন মিউনিখ), রিয়াদ মাহরেজ (লিচেস্টার সিটি), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), ম্যানুয়েল ন্যুয়ার (বায়ার্ন মিউনিখ), মেসুত ওজিল (আর্সেনাল), দিমিত্রি পায়েত (ওয়েস্ট হ্যাম), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), সার্জি রামোস (রিয়াল মাদ্রিদ), আলেক্সিস সানচেজ (আর্সেনাল), জেমি ভার্ডি (লিচেস্টার সিটি)।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।