ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বেলজিয়ামের ৮ গোলের উৎসব, জয় পেল ডাচরাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
বেলজিয়ামের ৮ গোলের উৎসব, জয় পেল ডাচরাও ছবি:সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এস্তোনিয়াকে ৮-১ গোলে উড়িয়ে দিল বেলজিয়াম। দলের হয়ে জোড়া গোল করেন দ্রিয়েস মার্টিনেস ও রোমেলু লুকাকু। রাতের অপর ম্যাচে লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারায় নোদারল্যান্ডস।

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এস্তোনিয়াকে ৮-১ গোলে উড়িয়ে দিল বেলজিয়াম। দলের হয়ে জোড়া গোল করেন দ্রিয়েস মার্টিনেস ও রোমেলু লুকাকু।

রাতের অপর ম্যাচে লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারায় নোদারল্যান্ডস।

‘এইছ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ স্তাদে রিও বাওদোইনে দুর্বল এস্তোনিয়াকে আতিথিয়েতা জানায় বেলজিয়াম। আর ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে প্রতিপক্ষকে একের পর এক গোল বন্যায় ভাসায় দলটি।

এদিন ম্যাচের আট মিনিটে থমাস মিউনিরের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। আর ১৬ মিনিটে লিড দ্বিগুন করেন নাপোলি স্ট্রাইকার মার্টিনেস। ২৫ মিনিটে মার্টিনেসের সহায়তায়ই দলের হয়ে তৃতীয় গোলটি করেন তারকা মিডফিল্ডার এডেন হ্যাজার্ড।

খেলার ২৯ মিনিটে অবশ্য একটি গোল শোধ দেয় এস্তোনিয়া হেনরি আনিয়ের গোলটি করেন। পরে ৩-১ গোলের ব্যবধানে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ইয়ান্নিক ক্যারাসকোর দলের চতুর্থ গোলটি করেন। আর দুই মিনিট পরে রাঙ্গনার ক্লাভানের আত্মঘাতি গোলে লিড ৫-১ করে বেলজিয়াম। আর ৬৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন মার্টিনেস।

ম্যাচের শেষ ১০ মিনিটে জ্বলে ওঠেন স্ট্রাইকার লুকাকু। দুই মনিটের ব্যবধানে নিজের জোড়া গোল পূর্ণ করে এস্তোনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৮-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম। ফলে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে থাকলো দলটি।

অন্যদিকে ‘এ’ গ্রুপে মার্শাল দিপের জোড়া গোল ও আরিয়েন রোবেনের একমাত্র গোলে ৩-১ ব্যবধানে জয় পায় নেদারল্যান্ডস। তবে লুক্সেমবার্গের হয়ে একটি গোল শোধ করেন চানোট। এই গ্রুপে ফ্রান্সের পরে দ্বিতীয়স্থানে আছে ডাচরা।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।