ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পেনাল্টি মিসের মাশুল গুনলো আরামবাগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
পেনাল্টি মিসের মাশুল গুনলো আরামবাগ ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচে উড়তে থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে রুখে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। প্রথম লেগের মতো দ্বিতীয় পর্বেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি রহমতগঞ্জ। এবার দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

চট্টগ্রাম থেকে: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচে উড়তে থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে রুখে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। প্রথম লেগের মতো দ্বিতীয় পর্বেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি রহমতগঞ্জ।

এবার দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

তবে, ম্যাচে পেনাল্টির সুযোগকে কাজে লাগাতে পারলে পূর্ণ পয়েন্ট নিতে পারতো আরামবাগ। প্রথম পর্বে দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মাঠে নামে দুই দল।  

ম্যাচের প্রথমার্ধে দাপট দেখিয়েই খেলেছে রহমতগঞ্জ। তবে, দ্বিতীয়ার্ধে নিজেদের খুঁজে পেতে বেগ পেতে হয় দলটিকে। অপরদিকে, প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ তৈরি না করে নিজেদের ডিফেন্স সামলে খেলেছে আরামবাগ।

তারপরও ম্যাচের দ্বিতীয়ার্ধে লিড নিতে পারতো আরামবাগ। খেলার ৭৭তম মিনিটে পাওয়া পেনাল্টির সুযোগ কাজে লাগাতে পারেনি আরামবাগের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার আকন। এই ফরোয়ার্ডের শট ক্রসবারের অনেক উপর দিয়ে উড়ে যায়। ফলে, আকনকে ফাউল করে পেনাল্টি উপহার দেওয়ার দায়ে কোনো ঝামেলায় পড়তে হয়নি রহমতগঞ্জের গোলরক্ষককে।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি আরামবাগ। নিজেদের জাল সামলে রহমতগঞ্জও কোনো সুযোগ মেলাতে পারেনি।

১৬ ম্যাচ খেলে মোট ২৬ পয়েন্ট অর্জন করেছে রহমতগঞ্জ। লিগের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চতুর্থ। এদিকে, রহমতগঞ্জের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আরামবাগ।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।