ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানইউ ছাড়ছেন আর্জেন্টাইন রোহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
ম্যানইউ ছাড়ছেন আর্জেন্টাইন রোহো ছবি: সংগৃহীত

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ওল্ড ট্রাফোর্ডে নতুন ডিফেন্ডার আনতে চান হোসে মরিনহো। যা মার্কোস রোহোর ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায়ের ইতি টানতে পারে। দু’বছর আগে স্পোর্টিং লিসবন থেকে ইংল্যান্ডে পাড়ি জমানোর পর এখনো প্রথম একাদশে নিয়মিত হতে লড়াই করছেন রোহো।

ঢাকা: জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ওল্ড ট্রাফোর্ডে নতুন ডিফেন্ডার আনতে চান হোসে মরিনহো। যা মার্কোস রোহোর ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায়ের ইতি টানতে পারে।

দু’বছর আগে স্পোর্টিং লিসবন থেকে ইংল্যান্ডে পাড়ি জমানোর পর এখনো প্রথম একাদশে নিয়মিত হতে লড়াই করছেন রোহো।

গত সামারেই (গ্রীষ্মকালীন দলবদল) রোহোর ম্যানইউ ছেড়ে ভিয়ারিয়ালে পাড়ি জমানোর সম্ভাবনা ‍ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। এবার ২৬ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে ভেড়াতে চোখ রাখছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন।

শেষ পর্যন্ত ম্যানইউতে অসুখী রোহো ক্লাব ছাড়বেন কিনা তা সময়েই বলে দেবে! চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের ১৩টি ম্যাচের মধ্যে পাঁচটিতে খেলার সুযোগ পেয়েছেন তিনি।

সে যাই হোক, ধীরে ধীরে মরিনহোর আস্থা অর্জন করছেন রোহো। রেড ডেভিলসদের জার্সিতে শেষ চারটি লিগ ম্যাচেই পূর্ণ নব্বই মিনিট খেলেছেন। কিন্তু, পর্তুগিজ কোচ জানুয়ারিতে নতুন ডিফেন্ডার স্কোয়াডে যুক্ত করতে এক প্রকার দৃঢ়প্রতিজ্ঞ।

ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মেইল’র বরাত দিয়ে ‘দ্য সান’ বলছে, হাভিয়ের হার্নান্দেজের মতোই রোহো ইস্যুতে সুবিধা নিতে চায় লেভারকুসেন। গত বছর ম্যানইউ থেকে মেক্সিকান স্ট্রাইকারকে দলে টানে তারা। এর আগে ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদে ধারে খেলেছিলেন হার্নান্দেজ। যিনি এখন নিজেকে লেভারকুসেনের অপরিহায্য খেলোয়াড়ে পরিণত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।