ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মহারণের ম্যাচে নামছে রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
মহারণের ম্যাচে নামছে রিয়াল-বার্সা

শনিবার (০৩ ডিসেম্বর) বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আতিথ্য নেবে রিয়াল। আর এই ম্যাচের মধ্য দিয়েই এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকো দেখবে বিশ্ববাসী। যা পূর্ণ তিন পয়েন্ট অর্জনের চেয়েও দুই দলের কাছে বেশি কিছু। বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ঢাকা: বিশ্ব ফুটবলে ‘শুধুই তিন পয়েন্টের ম্যাচ নয়’ প্রবাদটি চালু করেছে স্প্যানিশ দুই জায়ান্ট দল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। দুই দলের মুখোমুখি লড়াই মর্যাদা পায় ‘এল ক্লাসিকো’ হিসেবে।

ছন্দহীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার মুখোমুখি হতে যাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল।

শনিবার (০৩ ডিসেম্বর) বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আতিথ্য নেবে রিয়াল। আর এই ম্যাচের মধ্য দিয়েই এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকো দেখবে বিশ্ববাসী। যা পূর্ণ তিন পয়েন্ট অর্জনের চেয়েও দুই দলের কাছে বেশি কিছু। বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

চলমান লা লিগায় ১৩ ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়ন বার্সা সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। রিয়াল আজকের ম্যাচ জিতলে বার্সার সঙ্গে ব্যবধান বাড়াবে ৯ পয়েন্ট। আর বার্সা জিতলে রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলে ব্যবধান কমাবে তিন পয়েন্ট।

সম্প্রতি ছন্দ হারানো বার্সা নিজেদের সবশেষ খেলা ৫ ম্যাচের তিনটিতেই পয়েন্ট খুঁইয়ে ড্র করে, বাকি দুটি ম্যাচ অবশ্য জিতেছে। অপরদিকে, নিজেদের খেলা সবশেষ ৫ ম্যাচের ৫টিতেই জয় পেয়েছে রিয়াল। মুখোমুখি দেখায় সবশেষ ৫ ম্যাচের তিনটিতেই রিয়ালের জয়।

গত নয় বছরের মধ্যে কোনো মৌসুমে সবচেয়ে বাজে শুরু করেছে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সা। এদিকে, সর্বশেষ ৩২টি ম্যাচেই অপরাজিত ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, জেমস রদ্রিগেজদের রিয়াল। বার্সা কোচ লুইস এনরিকে তার আক্রমণভাগের সেরা স্ট্রাইকার মেসি-নেইমার-সুয়ারেজকে পেলেও আতিথ্য নেওয়া রিয়াল কোচ জিনেদিন জিদান তার আক্রমণভাগে রোনালদো-বেনজেমাকে পেলেও পাচ্ছে না ওয়েলস তারকা গ্যারেথ বেলকে। বেলের জায়গায় খেলতে পারেন লুকাস ভাসকেজ।

বার্সায় ফিরেছেন পুরোনো সৈনিক আন্দ্রেস ইনিয়েস্তা। ইনজুরি থেকে সেরে উঠেছেন স্যামুয়েল উমতিতি আর জরদি আলবা। এদিকে, গ্যারেথ বেলের সঙ্গে রিয়ালে থাকছেন না টনি ক্রুস। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার ব্রাজিলিয়ান কাসেমিরো। দুর্দান্ত ফর্মে আছেন লুকা মডরিচ ও মাতেও কোভাচিচ।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জানা-অজানা

বার্সেলোনা:
•    ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে শেষ ১৩ এল ক্লাসিকো ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে হেরেছে বার্সা (জয় ৭, হার ৩)।
•    এ ম্যাচে জয় বার্সার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কারণ ঘরের মাঠে লা লিগার ম্যাচে রিয়ালের বিপক্ষে এটি তাদের ৫০তম জয় হবে।
•    এখন পর্যন্ত ২১ গোল করে এল ক্লাসিকোর সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। তবে সর্বশেষ পাঁচ ম্যাচে তিনি গোলের দেখা পাননি। এল ক্লাসিকোতে এটি তার সবচেয়ে বাজে দৌড়।
•    এখন পর্যন্ত বার্সার কোনো কোচ টানা দুই এল ক্লাসিকো ম্যাচে হারেনি।

রিয়াল মাদ্রিদ:
•    সব প্রতিযোগিতা মিলিয়ে এল ক্লাসিকোতে শেষ নয় ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে রিয়াল (৪টি ম্যাচে হার)। এমনকি শেষ ক্যাম্প ন্যু সফরেও জয় পেয়েছিল তারা।
•    এল ক্লাসিকো প্রতিযোগিতায় রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো (১৮টি)। এর পরেই অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
•    লা লিগার ক্লাসিকো ম্যাচে শেষ সাত ম্যাচে পাঁচটি গোল করেছেন করিম বেনজেমা। তবে ক্যাম্প ন্যু’তে একটি গোলই করেছিলেন তিনি।
•    শেষ ২৬টি এল ক্লাসিকো ম্যাচে রিয়াল ১১টি লাল কার্ড দেখেছে। যেখানে গ্যালাকটিকো বর্তমান অধিনায়ক সার্জিও রামোস একাই দেখেন চারবার।

ম্যাচ ফলাফল: সব ধরনের খেলায় এখন পর্যন্ত রিয়াল-বার্সা মোট ২৩১টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে রিয়াল জিতেছে ৯৩টিতে। বার্সা জয় পেয়েছে ৯০টিতে । বাকি ৪৮ ম্যাচ ড্র হয়েছে। দু’দল গোল করেছে যথাক্রমে রিয়াল-৩৯০, বার্সা-৩৭৬।

রেকর্ড জয়: দু’দলের খেলায় এখন পর্যন্ত সবচেয়ে বড় জয় পেয়েছে রিয়াল। ১৯৪৩ সালে কোপা দেল রে’র ম্যাচে বার্সাকে ১১-১ গোলে হারায় তারা। আর ১৯১৩ সালে রিয়ালকে প্রদর্শনী ম্যাচে ৭-০ গোলে হারিয়েছিল বার্সা।

টানা ম্যাচ জয়ের রেকর্ড: ১৯৪৮-৪৯ মৌসুমে সর্বোচ্চ টানা ছয় ম্যাচে রিয়ালের বিপক্ষে জিতেছিল বার্সা। আর ১৯৩৩ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত বার্সার বিরুদ্ধে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছিল রিয়াল।

টানা গোলের রেকর্ড: ১৯৫৯ থেকে পরবর্তী ১০ বছরের বেশি সময় টানা ২২টি ম্যাচে গোল করেছে রিয়াল। তবে বার্সার সামনে সুযোগ থাকছে রেকর্ডটি ভেঙে দেওয়ার। কারণ ২০১১ সাল থেকে এখন পর্যন্ত টানা ২১ ম্যাচে গোল করেছে কাতালানরা।

হ্যাটট্রিক: বার্সার হয়ে মেসি ও রিয়ালের হয়ে ফেরেঞ্চ পুসকাস সর্বোচ্চ দুটি করে এল ক্লাসিকো হ্যাটট্রিক করেছেন।

সবচেয়ে বেশি ম্যাচ: এল ক্লাসিকোয় রেকর্ড ৪৩টি ম্যাচ খেলেছেন রিয়ালের ম্যানুয়েল সানসিশ। আর বার্সার হয়ে ৪২টি ম্যাচ খেলেন জাভি।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ০৩ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।