ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ভিক্টোরিয়াকে হারিয়ে শীর্ষে ফকিরাপুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
ভিক্টোরিয়াকে হারিয়ে শীর্ষে ফকিরাপুল ছবি:সংগৃহীত

মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে শুক্রবার একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় ফকিরাপুল ইয়াংমেন্স ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ফকিরাপুল। আর এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে তারা। 

ঢাকা: মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে শুক্রবার একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় ফকিরাপুল ইয়াংমেন্স ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ফকিরাপুল। আর এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে তারা।  

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার অবশ্য প্রথমার্ধে দু’দলের কেউই গোলের দেখা পায়নি । দ্বিতীয়ার্ধের ৮৮ মিনিটের আগে কোনো দল গোলমুখ খুলতে পারেনি। ৮৯ মিনিটের সময় ফকিরাপুলের জাহিদুল ইসলাম ডালিম গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য বদলে দেয়।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে ফকিরাপুল ইয়াংমেন্স ক্লাবের। ৮ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে তারা। ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব রয়েছে দ্বিতীয় স্থানে। আর ৮ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।