ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মুক্তিযোদ্ধাকে হারিয়ে বারিধারার প্রতিশোধ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
মুক্তিযোদ্ধাকে হারিয়ে বারিধারার প্রতিশোধ ছবি: সংগৃহীত

চলমান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে জয় পেয়েছে উত্তর বারিধারা। প্রথম পর্বে জয় তুলে নিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এবার মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো উত্তর বারিধারা।

ঢাকা: চলমান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে জয় পেয়েছে উত্তর বারিধারা। প্রথম পর্বে জয় তুলে নিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

এবার মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো উত্তর বারিধারা।

প্রথম পর্বের ম্যাচে উত্তর বারিধারাকে একই ব্যবধানে হারিয়েছিল মুক্তিযোদ্ধা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার (১১ ডিসেম্বর) উত্তর বারিধারার হয়ে একমাত্র গোলটি করেন লিওনার্দো লিমা। ম্যাচের ৬৬তম মিনিটে দলের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন তিনি।

ম্যাচের বাকি সময়েও গোল পরিশোধ করতে পারেনি মুক্তিযোদ্ধা। ফলে, প্রথম পর্বে পূর্ণ তিন পয়েন্ট পেলেও দ্বিতীয় পর্বে পয়েন্ট অর্জন করতে পারেনি মুক্তিযোদ্ধা।

এই হারের পর ১৯ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে মুক্তিযোদ্ধা। তবে, মুক্তিযোদ্ধাকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ায় পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে বারিধারার। ১৭ পয়েন্ট নিয়ে তলানি থেকে এক ধাপ ওপরে ওঠে একাদশ স্থানে রয়েছে উত্তর বারিধারা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।