ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জিরুদ জয়ে ফেরালেন আর্সেনালকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
জিরুদ জয়ে ফেরালেন আর্সেনালকে গোল করার পর জিরুদের উদযাপন-ছবি:সংগৃহীত

অলিভার জিরুদের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো আর্সেনাল। ফ্রেঞ্চ স্ট্রাইকারের শেষ মুহূর্তের গোলে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে ১-০ ব্যবধানের নাটকীয় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। এর আগে টানা দুই ম্যাচে হারতে হয়েছিল দলটিকে।

ঢাকা: অলিভার জিরুদের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো আর্সেনাল। ফ্রেঞ্চ স্ট্রাইকারের শেষ মুহূর্তের গোলে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে ১-০ ব্যবধানের নাটকীয় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

এর আগে টানা দুই ম্যাচে হারতে হয়েছিল দলটিকে।

সোমবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে মাঝারিমানের দল ওয়েস্ট ব্রুমকে আতিথিয়েতা জানায় আর্সেনাল। তবে ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ ঘাম ঝড়িয়ে জয় তুলে নেয় গানাররা।

এদিন খেলার প্রথমার্ধ আর্সেনাল বেশ কয়েকটি আক্রমণ রচনা করেও কোনো গোলের দেখা পায়নি। ওয়েস্ট ব্রুমও কয়েকটি সুযোগ তৈরি করেও বঞ্চিত থাকে। পরে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় স্বাগতিক আর্সেনাল। তবে ম্যাচের নির্ধারিত সমেয়র চার মিনিট আগে সুফলটি পায় তারা। মেসুত ‍ওজিলের থেকে পাওয়া বলটিতে মাথা লাগিয়ে গোল করে সমর্থকদের আনন্দের উৎস হন ফ্রেঞ্চ স্ট্রাইকার জিরুদ। ম্যাচর বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

এ জয়ের ফলে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে নবমস্থানে ওয়েস্ট ব্রুম। ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।