ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বছরের শেষ দিনের রোমাঞ্চ লিভারপুল-ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বছরের শেষ দিনের রোমাঞ্চ লিভারপুল-ম্যানসিটি বছরের শেষ দিনে মুখোমুখি লিভারপুল-ম্যানসিটি/ছবি:সংগৃহীত

বছরের শেষ দিনে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় আকর্ষণ লিভারপুল-ম্যানচেস্টার সিটি হাইভোল্টেজ ম্যাচ। তার আগে দু’দলই দাপুটে জয়ে নিজেদের ঝালিয়ে নিল। হাল সিটিকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে সিটিজেনরা। ২৪ ঘণ্টা না যেতেই হারানো অবস্থান পুনরুদ্ধার করেছে অল রেডসরা।

ঢাকা: বছরের শেষ দিনে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় আকর্ষণ লিভারপুল-ম্যানচেস্টার সিটি হাইভোল্টেজ ম্যাচ। তার আগে দু’দলই দাপুটে জয়ে নিজেদের ঝালিয়ে নিল।

হাল সিটিকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে সিটিজেনরা। ২৪ ঘণ্টা না যেতেই হারানো অবস্থান পুনরুদ্ধার করেছে অল রেডসরা।

অ্যানফিল্ডে স্কোক সিটির বিপক্ষে ৪-১ গোলের উড়ন্ত জয়ে আবারো দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। তিনে নেমে গেছে পেপ গার্দিওলার ম্যানসিটি। শনিবারের (৩১ ডিসেম্বর) ম্যাচ দিয়ে ২০১৫ সালকে বিদায় জানাবে দু’দল। ফুটবলপ্রেমীদের চোখ থাকবে এ ম্যাচকে ঘিরেই। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় খেলা শুরু হবে।  

পয়েন্ট টেবিলে ১৮ ম্যাচ শেষে ১২ জয়, ৪ ড্র ও ২ হারে দুইয়ে থাকা ইয়োর্গেন ক্লপের লিভারপুলের সংগ্রহ ৪০। এক পয়েন্ট পিছিয়ে ম্যানসিটি। ৪৬ পয়েন্ট নিয়ে শিরোপার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে চেলসি। ৩৭ পয়েন্টে চতুর্থ স্থানে আর্সেনাল। ছয়ে ম্যানচেস্টার ইউনাইটেড (৩৩)। গোল ব্যবধানে এগিয়ে থাকায় সমান পয়েন্টে এক ধাপ উপরে টটেনহাম।

লিভারপুল সমর্থকদের লিগ শিরোপা জয়ের অপেক্ষা বহু বছরের। সবশেষ ১৯৮৯-৯০ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় অল রেডসরা। এরপর কেটে গেছে দীর্ঘ ২৬ বছর। ২০১৩-১৪ মৌসুমে অপেক্ষার ইতি টানার কাছাকাছি গিয়েও ম্যানসিটির কাছে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল। মাত্র দুই পয়েন্টের ব্যবধানে (৮৬, ৮৪) ওই মৌসুমটি শেষ হয়। ‍

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।