ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সানচেজের বিকল্প ভাবছে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
সানচেজের বিকল্প ভাবছে আর্সেনাল আলেক্সিস সানচেজ/ছবি: সংগৃহীত

আর্সেনালে আলেক্সিস সানচেজের ভবিষ্যত ঘিরে গুঞ্জন ক্রমশ জোরালো হচ্ছে! নতুন খবর, চিলিয়ান তারকার বিকল্প ভাবছে ইংলিশ জায়ান্টরা। এসি মিলানের তরুণ ফ্রেঞ্চ ফরোয়ার্ড এম’বায়ে নিয়াঙ্গের ওপর চোখ রাখছেন গানারদের কোচ আর্সেন ওয়েঙ্গার।

স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘মুন্ডো দেপোর্তিভো’র বরাত দিয়ে গোল ডট কম বলছে, সানচেজের নতুন চুক্তি সইয়ে বিলম্ব তার ক্লাব ছাড়ার সম্ভাবনা বাড়িয়ে তুলেছে। যদিও এ ব্যাপারে কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি ক্লাব কর্তৃপক্ষ।

এম’বায়ে নিয়াঙ্গ/ছবি: সংগৃহীত

জানা যায়, সাবেক বার্সেলোনা তারকা সানচেজকে হারালে এমিরেটস স্টেডিয়ামে তার সম্ভাব্য উত্তরসূরি ২২ বছর বয়সী নিয়াঙ্গ। ওয়েঙ্গারের পছন্দের তালিকায় রয়েছেন এ উঠতি স্ট্রাইকার।

২০১৪ সালের জুলাইয়ে বার্সা ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান সানচেজ। আর্সেনালের জার্সিতে এখন পর্যন্ত ১২১ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৫৮ বার (৮৬টি লিগ ম্যাচে ৪৩)। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে ১৬টি গোল করেছেন দু’বারের কোপা আমেরিকা জয়ী। প্রিমিয়ার লিগের ২১ ম্যাচে স্কোরশিটে নাম লিখিয়েছেন ১৪ বার।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।