ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

দ্বিতীয় লেগেও হেরে লিভারপুলের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৫, জানুয়ারি ২৬, ২০১৭
দ্বিতীয় লেগেও হেরে লিভারপুলের বিদায় লিভারপুলের বিদায়-ছবি:সংগৃহীত

ইংলিশ লিগ কাপের ফাইনালে খেলা হলো না লিভারপুলের। দ্বিতীয় লেগে সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হেরে আসরের সেমিফাইনাল থেকে বিদায় নিল ইয়র্গান ক্লপের শিষ্যরা। প্রথম লেগেও সমান ব্যবধানে হারায় দুই লেগ মিলিয়ে অ্যাগ্রিগেটে ২-০ গোলে পরাজয় মেনে নিল অল রেডসরা।

বুধবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে সাউদাম্পটনকে আতিথিয়েতা জানায় লিভারপুল। তবে ম্যাচে প্রচুর সুযোগ তৈরি করলেও শেষ কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

তাই প্রথমার্ধের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়।

বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে লিভারপুল। পাশপাশি সফরকারীরাও নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। তবে ম্যাচে ইনজুরি সময়ই সাউদাম্পটন সফলতা পায়। ৯১ মিনিটে জোসুয়া সিমসের সহায়তায় শেন লং লিড পাইয়ে দেন দলটিকে।

এই গোল খেয়ে ম্যাচের আর ফিরতে পারেনি লিভারপুল। খেলার বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে ক্লপ শিষ্যরা।  

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।