ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রাশিয়া বিশ্বকাপের ৫০০ দিনের কাউন্টডাউন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
রাশিয়া বিশ্বকাপের ৫০০ দিনের কাউন্টডাউন রাশিয়া বিশ্বকাপের ৫০০ দিনের কাউন্টডাউন/ছবি: সংগৃহীত

রাশিয়ায় ২০১৮ ফিফা ওয়ার্ল্ডকাপ সামনে রেখে পাঁচশ’ দিনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। উৎসবমুখর পরিবেশে আয়োজক শহরগুলোতে ফুটবল সমর্থকরা একত্রিত হয়ে এ উপলক্ষটি উদযাপন করেছেন। নিজনি নভগরোদ, সোচি, সেন্ট পিটার্সবার্গ ও মস্কোকে বেশ জাঁকজমকভাবেই এ ক্ষণগণনা উদযাপিত হয়।

...প্রথমবারের মতো রাশিয়ার মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ১১টি শহরের ১২টি ভেন্যুতে ম্যাচ উপভোগ করবেন দর্শকরা।

স্টেডিয়ামগুলোর মধ্যে কিছু নির্মাণাধীন বা নির্মিত হয়ে গেছে।

...ইতোমধ্যেই বিশেষ ঘড়িতে ক্যালিনিনগ্রাড ও ইকাতেরিনবার্গ শহর বিশ্বকাপ শুরুর আগে ৫০০ দিনের প্রতিটি সেকেন্ডের কাউন্টডাউন উন্মুক্ত করেছে। সোচিতে সমর্থকরা ফায়ার ও আইস শো প্রদর্শন করেন। এছাড়াও লাইভ কনসার্ট অায়োজন করা হয়।

...রাজধানী মস্কোর বিখ্যাত লুজনিকি স্টেডিয়ামে ২ হাজার কর্মী বিশেষ ঘড়ির পরিবর্তন আনার কাজ করেন। এখানেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর্দা উঠবে। সব মিলিয়ে রাশিয়া জুড়েই ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ৫’শ দিনের ক্ষণগণনা উপভোগ করেন ফুটবলপ্রেমীরা।

...২০১৮ সালের ১৪ জুন ২১তম ওয়ার্ল্ডকাপ মাঠে গড়াবে। ফুটবল শ্রেষ্ঠত্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরটি শুরু হতে ঠিক ৪৯৯ দিন বাকি। ফাইনাল ১৫ জুলাই।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।