ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

জুভেন্টাস ছেড়ে চীনে ব্রাজিলিয়ান হার্নানেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৩, ফেব্রুয়ারি ১০, ২০১৭
জুভেন্টাস ছেড়ে চীনে ব্রাজিলিয়ান হার্নানেস ছবি: সংগৃহীত

চাইনিজ সুপার লিগে যেন ব্রাজিলিয়ান খেলোয়াড়দের ছড়াছড়ি! সবশেষ বড় নাম হার্নানেস। জুভেন্টাস ছেড়ে ম্যানুয়েল পেলেগ্রিনির হেবেই চায়না ফরচুন ক্লাবে পাড়ি জমিয়েছেন ৩১ বছর বয়সী এ মিডফিল্ডার।

যেখানে সতীর্থ হিসেবে পাবেন আর্জেন্টাইন তারকা এজেকুয়েল লাভেজ্জিকে। এছাড়াও ইতালিয়ান লিগের অভিজ্ঞতা নিয়ে হেবেইয়ের জার্সিতে খেলছেন আইভরিকোস্টের গার্ভিনহো।

হার্নানেসের ট্রান্সফার ফি ৮ থেকে ১০ মিলিয়ন ইউরো। সপ্তম স্থানে থেকে সিএসএল’র গত মৌসুম শেষ করেছিল হেবেই। বলা বাহুল্য, লোভনীয় চুক্তির অফারে চাইনিজ ফুটবলে ব্রাজিয়ান খেলোয়াড়দের উপস্থিতি লক্ষণীয়। এর মধ্যে অন্যতম পাওলিনহো, রামিরেস, হাল্ক, রেনাতো অগাস্টো।

গত বছরের ডিসেম্বরে ইউরোপিয়ান ফুটবলের মায়া ছেড়ে চেলসি থেকে সাংহাই এসআইপিজিতে নাম লেখান অস্কার। অন্যদিকে, জুভেন্টাস ছেড়ে বোকা জুনিয়র্স হয়ে সাংহাই সেনহুয়াকে বেছে নেন লাভেজ্জির স্বদেশী আইকন কার্লোস তেভেজ।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।