ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তেভেজকে ছাড়িয়ে যাবেন ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
তেভেজকে ছাড়িয়ে যাবেন ইব্রাহিমোভিচ চীনে গেলে তেভেজকেও ছাড়িয়ে যাবেন ইব্রাহিমোভিচ/ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডে দুর্দান্ত সময় পার করছেন ৩৫ বছর বয়সী জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডিশ আইকনের সঙ্গে রেড ডেভিলসদের চুক্তি নবায়নের জোরালো সম্ভাবনা রয়েছে। আগামী জুনে তার এক বছরের মেয়াদ শেষ হচ্ছে।

‘ফুটবল হুইসপারস’ ওয়েবসাইটের বরাত দিয়ে স্কাই স্পোর্টস বলছে, ইব্রাহিমোভিচ বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন। যদি তিনি এ মৌসুম শেষেই ওল্ড ট্রাফোর্ড ছেড়ে চীনে পাড়ি জমান।

ইংলিশ জায়ান্টরা তাকে ছাড়বে কিনা সেটিই এখন দেখার বিষয়!

গত বছরের ডিসেম্বরে সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড গড়ে চীনে পাড়ি জমান আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। সাংহাই শেংহুয়াতে তার বার্ষিক বেতন ৪১ মিলিয়ন ডলার। একই মাসে চেলসি ছেড়ে বড় অংকের চুক্তিতে সাংহাই এসআইপিজিকে নাম লেখান ব্রাজিলিয়ান তারকা অস্কার।

ম্যানইউতে যোগ দেওয়ার ‍আগে চাইনিজ সুপার লিগ (সিএসএল) থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন ইব্রাহিমোভিচ। এবারও কী তাদের ফিরিয়ে দেবেন নাকি ইউরোপের বাইরের ফুটবলের স্বাদ নেবেন তা সময়েই বলে দেবে।

এখন পর্যন্ত ৩৯ ম্যাচে ২৬ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ইব্রাহিমোভিচ (প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচে ১৫)। শুরুর দিকে ‘বুড়ো’ ইব্রাকে দলে টানায় অনেকেই কোচ হোসে মরিনহোর সমালোচনা করেছিলেন। এ বয়সেও মাঠের পারফরম্যান্সে সমালোচকদের জবাব দিয়ে যাচ্ছেন সাবেক বার্সা-মিলান-পিএসজি তারকা।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ৬ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।