ঘরের মাঠ পালেরমোতে আলবেনিয়ানদের আতিথিয়েতা জানায় চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি। আর ম্যাচে আধিপত্য বিস্তার করে শেষ পর্যন্ত জয় তুলে নেয় আজ্জুরিরা।
এ জয়ের ফলে গ্রুপে শীর্ষে থাকা স্পেনের সঙ্গে পয়েন্ট সমানই রাখলো ইতালি। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইতালিয়ানরা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে সবার ওপরে স্পেন।
এদিকে দেশের হয়ে এদিন ১৬৮তম ম্যাচ খেলতে নামেন বুফন। ১৯৯৭ সালে রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে জাতীয় দলে অভিষেক হওয়া এই তারকার দেশকে ২০০৬ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল।
ক্লাব ও জাতীয় দল মিলে মোট ১ হাজার ম্যাচ খেলা বুফনের সিনিয়র ফুটবলে অভিষেক ১৯৯৫ সালে ক্লাব পার্মার হয়ে। দলটির হয়ে মোট ২২০টি ম্যাচ খেলেন তিনি। আর বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে ৬১২ ম্যাচ খেলেছেন ৩৯ বছর বয়সী এই তারকা।
বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৭
এমএমএস