ঘরের মাঠ গিজনে গ্রুপে ভালো খেলা ইসরাইলকে আতিথিয়েতা জানায় স্পেন। তবে ম্যাচের ১৩ মিনিটে ডেভিড সিলভা গোল করে লিড নেন।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে স্ট্রাইকার দিয়েগো কস্তা লিড ৩-০ করেন। তবে ৭৬ মিনিটে প্রতিপক্ষের ফুটবলার লিওর রাফেলোভ একটি গোল পরিশোধ করেন। কিন্তু ৮৮ মিনিটে ইসকোর গোলে বড় হার নিশ্চিত হয় ইসরাইলের।
স্পেন ও ইতালি জয়ধারা ধরে রাখায় ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ‘জি’ গ্রুপের প্রথম দুই স্থানে কোনো পরিবর্তন আসেনি। দুই দলের পয়েন্টই সমান ১৩। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে স্প্যানিশরা।
প্রথম জয় পেয়েছে মেসিডোনিয়া। লিখটেনস্টাইনকে ৩-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৭
এমএমএস