সোমবার পর্যন্ত ২২৫০ জন বয়স নিবন্ধন করেছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পাইওনিয়ার (অনূর্ধ্ব- ১৬) ফুটবল লিগে এবারের আসরে মোট ৬০টি ক্লাব ফুটবল দল অংশগ্রহণ করবে।
পাইওনিয়ার সুপার লিগের খেলা ঢাকার ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো পল্টন ময়দানস্থ আউটার স্টেডিয়াম, ইস্ট এন্ড ক্লাব মাঠ, বাসাবো মাঠ, সামরিক যাদুঘর মাঠ ও গোল্লারটেক মাঠ।
লিগের চ্যাম্পিয়ন, রানার আপ, তৃতীয় স্থান ও চতুর্থ স্থান অর্জনকারী দল পরবর্তী রাউন্ড ‘তৃতীয় বিভাগ ফুটবল’ এ উন্নীত হবে। লিগ শেষে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা সহ ট্রফি, রানার আপ দলকে ৫০ হাজার টাকাসহ ট্রফি আর তৃতীয়স্থান অর্জনকারী দলকে ট্রফি ও মেডেল দেয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৭
জেএইচ/এমআরপি