ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বুধবার পর্যন্ত পাইওনিয়ার ফুটবলের বয়স নিবন্ধন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
বুধবার পর্যন্ত পাইওনিয়ার ফুটবলের বয়স নিবন্ধন সোমবার পর্যন্ত ২২৫০ জন বয়স নিবন্ধন করেছে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৬ পাইওনিয়ার ফুটবল লিগে বয়স নিবন্ধন চলছে। নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। নিবন্ধন চলবে বুধবার (২৯ মার্চ) পর্যন্ত।

সোমবার পর্যন্ত ২২৫০ জন বয়স নিবন্ধন করেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পাইওনিয়ার (অনূর্ধ্ব- ১৬) ফুটবল লিগে এবারের আসরে মোট ৬০টি ক্লাব ফুটবল দল অংশগ্রহণ করবে।

১০টি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৫টি মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

পাইওনিয়ার সুপার লিগের খেলা ঢাকার ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো পল্টন ময়দানস্থ আউটার স্টেডিয়াম, ইস্ট এন্ড ক্লাব মাঠ, বাসাবো মাঠ, সামরিক যাদুঘর মাঠ ও গোল্লারটেক মাঠ।

লিগের চ্যাম্পিয়ন, রানার আপ, তৃতীয় স্থান ও চতুর্থ স্থান অর্জনকারী দল পরবর্তী রাউন্ড ‘তৃতীয় বিভাগ ফুটবল’ এ উন্নীত হবে। লিগ শেষে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা সহ ট্রফি, রানার আপ দলকে ৫০ হাজার টাকাসহ ট্রফি আর তৃতীয়স্থান অর্জনকারী দলকে ট্রফি ও মেডেল দেয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।