শেষ ম্যাচে ব্রাজিল উরুগুয়ের মাঠে ৪-১ গোলে উড়িয়ে দেয় স্বাগতিকদের। আর এ জয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
নেইমার জানান, ‘ শুধুমাত্র মেসিই নয়, আমাদের পারফর্মে মুগ্ধ সবাই। কারণ আমরা সত্যিকার অর্থে ভালো ফুটবল খেলছি। আমরা দলগতভাবে দারুণ করছি। ফলে সবার নজরই এখন আমাদের দিকে। ’
এদিকে বুধবার (২৯ মার্চ) সকালে প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠ সাও পাওলোতে খেলবে ব্রাজিল। এ ম্যাচে আবারও জাতীয় দলের নেতৃত্বে আসছেন নেইমার। গত রিও অলিম্পিক জিতে দলপতির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৭
এমএমএস