ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের জয়রথ ছুটছেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের জয়রথ ছুটছেই বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের জয়রথ ছুটছেই/ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের ধারায় উড়ছে ব্রাজিল। উরুগুয়েকে (৪-১) উড়িয়ে দেওয়ার পর এবার প্যারাগুয়েকে ৩-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা। এদিকে, বলিভিয়ার মাঠে ২-০ ব্যবধানে হেরে গেছে মেসিবিহীন আর্জেন্টিনা।

কোচ তিতের অধীনে বিশ্বকাপ বাছাইয়ে টানা আট ম্যাচ (সব মিলিয়ে টানা ৯) জিতলো ব্রাজিল। রাশিয়া ওয়ার্ল্ডকাপের টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।

পয়েন্ট টেবিলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ধারেকাছেও কেউ নেই। আরও পড়ুন... বলিভিয়ার মাঠে হেরেই গেল মেসিবিহীন আর্জেন্টিনা

গত বছরের মার্চের পর প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্র্যান্ড হাতে নেন নেইমার। ৫২তম আন্তর্জাতিক গোল উদযাপন করেন পেলের উত্তরসূরি। সাও পাওলোতে প্রথমার্ধের ৩৪ মিনিটে লিড এনে দেন লিভারপুল তারকা ফিলিপ্পে কুতিনহো। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

...পেনাল্টি (৫৩ মিনিট) মিসের প্রায়শ্চিত্ত করেন নেইমার। ৬৪ মিনিটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান সেনসেশন। নির্ধারিত সময়ের চার মিনিট আগে স্কোরশিটে নাম লেখান রিয়াল মাদ্রিদ লেফটব্যাক মার্সেলো।

পয়েন্ট টেবিলে ব্রাজিলের ধারেকাছেও কেউ নেই। ১৪ ম্যাচ শেষে ১০ জয়, ৩ ড্র ও ১ হারে তাদের সংগ্রহ ৩৩। ১৮ পয়েন্টে সাত নম্বরে প্যারাগুয়ে। পাঁচে নেমে গেছে আর্জেন্টিনা। এক পয়েন্ট এগিয়ে চারে চিলি (২৩)। উরুগুয়েকে হটিয়ে ‍দুইয়ে কলম্বিয়া (২৪)। এক ম্যাচ কম খেলা উরুগুয়ের (২৩) সামনে হারানো অবস্থান পুনরুদ্ধারের সুযোগ থাকছে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।