আর্জেন্টিনার দলপতি লিওনেল মেসি বিশ্বকাপ বাছাইপর্বের চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা থেকে নিষেধাজ্ঞা পান মেসি।
আর্জেন্টিনার বাকি আছে পাঁচ ম্যাচ। ফলে, একটি ম্যাচেই নামতে পারবেন মেসি। অথচ মেসিকে ছাড়া সাত ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে মাত্র ৭ পয়েন্ট। আর মেসি খেলেছেন, এমন ৬ ম্যাচে আর্জেন্টিনার অর্জন ১৫ পয়েন্ট।
যদিও এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন মেসি এবং আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক কয়েক ঘণ্টা আগেই মোট চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় মেসিকে।
মেসির অনুপস্থিতিতে ফলাফলটাও ভালো হয়নি আর্জেন্টিনার। বলিভিয়ার মাঠ লা পাজে ২-০ গোলে হেরে যায় এদগার্দো বাউজার দল। আর এই হারে বর্তমানে তাদের অবস্থানে পয়েন্ট টেবিলের পাঁচে। এই অবস্থানেই যদি থাকে তবে ইন্টার-কনফেডারেশনের প্লে-অফ খেলে রাশিয়া ২০১৮ বিশ্বকাপে যেতে হবে। কনমেবল অঞ্চলে সেরা চার দল সরাসরি বিশ্বকাপ খেলে থাকে।
এদিকে মেসির নিষেধাজ্ঞা প্রতিবাদে বার্সা থেকে শুরু করে সতীর্থ জেরার্ড পিকেও মুখ খুলেছেন। বার্সার প্রতিবাদে বলা হয়, ‘আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচে ফিফার দেওয়া মেসিকে এমন শাস্তিতে আমরা বিস্মিত। আর আমরা মনে করি এটি একটি অত্যাচার। আমাদের ক্লাব মনে করে এটা অন্যায্য ও হতাশার। মেসি এমন একজন অ্যাথলেট যার আচরণ মাঠ ও মাঠের বাইরে অসাধারণ। ’
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭
এমএমএস