ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ড্রোন ঠেকাতে ছাদঢাকা স্টেডিয়ামে ফাইনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
ড্রোন ঠেকাতে ছাদঢাকা স্টেডিয়ামে ফাইনাল ছবি: সংগৃহীত

আগামী ০৩ জুন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফুটবলের এই মহারণ হবে ওয়েলসের কার্ডিফে। মিলেনিয়াম স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ চলাকালীন পুরো এলাকায় থাকবে কড়া নিরাপত্তা।

কড়া নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্যের এই স্টেডিয়ামের ছাদ ঢেকে রাখা হবে। থাকবে বিপুল পরিমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

.যুক্তরাজ্যের প্রশাসন স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। কারণ, ইউরো কাপের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচেও থাকছে সন্ত্রাসী হামলার সম্ভাবনা৷ ধারণা করা হচ্ছে সন্ত্রাসীদের টার্গেট হতে পারে এই মেগা ম্যাচটি। স্টেডিয়ামের ভেতরে আর বাহিরে হামলার কোনো শঙ্কা না থাকলেও ড্রোন হামলার শঙ্কা করছে আয়োজক কমিটি।

ড্রোন হামলার মতো নাশকতামূলক কাজ যাতে সফল না হয়, সেজন্য পুরো স্টেডিয়ামের ছাদ ঢেকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না উয়েফা।

৭৪ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের আশোপাশে মোতায়েন থাকবে ১৫ হাজার সশস্ত্র নিরাপত্তারক্ষী।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।