ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চেলসির বিপক্ষে অবশেষে ম্যানইউ’র জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
চেলসির বিপক্ষে অবশেষে ম্যানইউ’র জয় ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতটি ছিল ব্যাপক উত্তেজনার। কেননা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসির মুখোমুখি হয় শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেড। তবে লিগ লিডারদের ২-০ গোলে হারিয়ে চলতি মৌসুম জমিয়ে তোলে হোসে মরিনহোর শিষ্যরা। সেই সঙ্গে চেলসির বিপক্ষে এদিন দীর্ঘ জয় খরাও কাটালো ম্যানইউ।

প্রিমিয়ার লিগে আট ম্যাচ আর সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১২ ম্যাচে চেলসিকে হারাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। অবশেষে রোববার ধরা দেওয়া এই জয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে দলটি।

শীর্ষে থাকা আন্তোনিও কোন্তের দল পয়েন্ট হারানোয় কিছুটা জমে উঠলো শিরোপা লড়াই। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য এখন চার।

এদিন ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে চেলসিকে আতিথিয়েতা জানায় রেড ডেভিলসরা। ম্যানইউ কোচ মরিনহোর জন্যও ছিলো ম্যাচটি ব্যক্তিগত চ্যালেঞ্জের। কেননা গত মৌসুমে চেলসিরই কোচ ছিলেন তিনি। যদিও চলতি লিগে দু’দলের প্রথম দেখায় চেলসি ৪-০ ব্যবধানের বড় জয় পায়।

এ ম্যাচে অবশ্য ম্যানইউ প্রায় একক আধিপত্য বিস্তার করে। যদিও শেষ দিকে মাঠে নামানো হয় দলের সেরা তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে। তবে ম্যাচের ৭ মিনিটেই আন্দ্রে হেরেরার পাসে গোল করে দলের লিড এনে দেন মার্কাস রাশফোর্ড। আর দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে সেই হেরেরাই গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মরিনহোর শিষ্যরা। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট ‍নিয়ে লিগ টেবিলের পাঁচে রয়েছে ম্যানইউ। এক ম্যাচ বেশি খেলা চেলসির সংগ্রহ ৭৫।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।