ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইউনাইটেডে যেতে রাজি গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, মে ৪, ২০১৭
ইউনাইটেডে যেতে রাজি গ্রিজম্যান অ্যান্তোনি গ্রিজম্যান/ছবি: সংগৃহীত

সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন অনেকটাই শেষ! অ্যান্তোনি গ্রিজম্যানের অ্যাতলেতিকো মাদ্রিদ ছাড়ার সম্ভাবনাও জোরালো হলো। ফ্রেঞ্চ তারকা নাকি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাবে রাজি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’র দাবি, গ্রিজম্যানের ব্যক্তিগত শর্তাবলীতে আপত্তি নেই ইউনাইটেডের। তার বাইআউট ক্লজ বাবদ ৮৯ মিলিয়ন পাউন্ড দিতে প্রস্তুত ইংলিশ জায়ান্টরা।

সব মিলিয়ে ট্রান্সফার ফি’র অঙ্কটা ঠেকবে ১৭০ মিলিয়ন পাউন্ডে।

সূত্রমতে, সম্ভাব্য পাঁচ বছরের চুক্তির জন্য সপ্তাহে ২ লাখ ৮০ হাজার পাউন্ড পারিশ্রমিকের অফার গ্রহণ করেছেন ২৬ বছর বয়সী গ্রিজম্যান। সামার ট্রান্সফার উইন্ডোতে ম্যানইউ কোচ হোসে মরিনহোর পছন্দের তালিকায় শীর্ষে ২০১৬ ইউরোর ‘গোল্ডেন বল’ ও ‘গোল্ডেন বুট’ বিজয়ী।

অবশ্য, কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়। গ্রিজম্যানের ক্লাব বদলের খবর নিয়ে দু’পক্ষের কেউই অফিসিয়ালি কিছু জানায়নি। গ্রীষ্মকালীন দলবদলের বাজারে রেড ডেভিলসরা আদৌ তাকে দলে ভেড়াতে পারবে কিনা সেটিই এখন দেখার বিষয়! ম্যানইউর পথের কাঁটা হয়ে উঠতে পারে রিয়াল মাদ্রিদ। গ্রিজম্যানকে নিয়ে গ্যালাকটিকোদের আগ্রহের বিষয়টি ইতোমধ্যেই বেশ আলোচিত হয়েছে।

২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ ছেড়ে ছয় বছরের চুক্তিতে অ্যাতলেতিকোয় ‍নাম লেখান গ্রিজম্যান। দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে বিশ্বসেরা স্ট্রাইকারদের কাতারে নিয়ে যান। জাতীয় দলের জার্সিতেও দ্যুতি ছড়াচ্ছেন। গত বছর নিজ দেশে অনুষ্ঠিত ইউরোর ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও পুরো আসর জুড়ে একক নৈপুণ্যে নজর কাড়েন গ্রিজম্যান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পাশাপাশি সর্বোচ্চ গোলস্কোরের পুরস্কার জিতে নেন।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ৩ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।