ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফাইনালের হাতছানি নিয়ে মাঠে নামছে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, মে ৯, ২০১৭
ফাইনালের হাতছানি নিয়ে মাঠে নামছে জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নির্ধারণীতে মোনাকোর মুখোমুখি হচ্ছে জুভেন্টাস/ছবি: সংগৃহীত

মোনাকোর মাঠে ২-০ গোলের জয়ে আগেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে জুভেন্টাস। এবার হোম ভেন্যুতে তারই পূর্ণতা দেওয়ার অপেক্ষায় ইতালিয়ান জায়ান্টরা। সেমির ফিরতি পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দু’দল।

ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে জুভিদের সামনে এক বছরের বিরতিতে দু’বার ফাইনাল খেলার হাতছানি! ২০১৫ আসরে বার্সেলোনার কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার কোনো অঘটন না ঘটলে শিরোপা নিধারণীতে বার্সারই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে মোকাবেলা করতে হবে!

মঙ্গলবার (৯ মে) জুভেন্টাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

পরদিন একই সময়ে নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালকে আতিথ্য দেবে অ্যাতলেতিকো মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত প্রথম লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলের জয়োল্লাসে মাতে গ্যালাকটিকোরা।

প্রথম লেগে জোড়া গোল করে দলকে চালকের আসনে নিয়ে যান গঞ্জালো হিগুয়েইন। দু’টি অ্যাওয়ে গোলের সুবিধাই এগিয়ে রাখছে জুভেন্টাসকে। আক্রমণভাগে হিগুয়েইনকে যোগ্য সঙ্গ দিচ্ছেন তারই স্বদেশী উঠতি তারকা পাওলো দিবালা। এ মৌসুমে দুর্দান্ত খেলা ফ্রান্সের মোনাকোর সামনে পাহাড়সম চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

গত ১৪ বারের চেষ্টায় কোনো দলই হোম ম্যাচে ২-০ ব্যবধানে হেরে ঘুরে দাঁড়াতে পারেনি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোনো ফ্রেঞ্চ ক্লাবই জুভেন্টাসকে তাদের মাঠে হারাতে পারেনি (৩ ড্র, ১১ হার)। চ্যাম্পিয়নস লিগে মোনাকোর দু’টি ট্রিপ শেষ হয় হারের হতাশায় (১৯৯৭-৯৮ সেমিফাইনালে ৪-১ ও ২০১৪-১৫ আসরের কোয়ার্টারে ১-০)।

...এ নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিতে মুখোমুখি হচ্ছে দু’দল। ১৯ বছর আগে (১৯৯৭-৯৮ মৌসুম) দুই লেগ মিলিয়ে ৬-৪ অ্যাগ্রিগেটের জয়ে ‍ফাইনালে উঠলেও রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় জুভিরা।

২০০৩-০৪ থেকে ২০১৩-১৪ মৌসুম পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের সেমিতে উঠতে ব্যর্থ জুভেন্টাসই তিন সিজনের মধ্যে দু’বার শেষ চারে খেলছে। নিজেদের শেষ ছয়টি সেমির মধ্যে পাঁচবারই তারা ফাইনাল নিশ্চিত করে।

অন্যদিকে, ১৯৯৩-৯৪ মৌসুমের পর চতুর্থবারের মতো সেমিতে উত্তীর্ণ হয় মোনাকো। যেখানে অন্য কোনো ফ্রেঞ্চ টিম একবারের বেশি শেষ চারে নাম লেখাতে পারেনি।

এবারের আসরে রিয়ালের সঙ্গে জুভেন্টাস এখন পর্যন্ত অপরাজেয় (৮ জয়, ৩ ড্র)। সব মিলিয়ে হোম ভেন্যুতে চ্যাম্পিয়নস লিগে নিজেদের শেষ ১৮টি ম্যাচেই অপরাজিত তারা (১১ জয়, ৭ ড্র)। এ প্রতিযোগিতায় ঘরের মাটিতে হার এড়িয়ে এটাই তাদের দীর্ঘ অপরাজেয় দৌড়। বায়ার্ন মিউনিখ সবশেষ টিম যারা জুভেন্টাসে গিয়ে জয় নিয়ে ফেরে (২-০, ২০১৩ সালের এপ্রিলে)।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ৯ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।