ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা প্রশ্নে ‘নিরব’ সাম্পাওলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আর্জেন্টিনা প্রশ্নে ‘নিরব’ সাম্পাওলি জর্জ সাম্পাওলি-ছবি:সংগৃহীত

বর্তমানে কোচ নেই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের। এদগার্দো বাউজাকে অপসারণের পর এখনও কাউকে দায়িত্ব দেয়নি দেশটির ফুটবল ফেডারেশন। তবে এ তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন স্প্যানিশ ক্লাব সেভিয়ার দায়িত্বে থাকা জর্জ সাম্পাওলি।

সাম্পাওলি চিলি জাতীয় দলের কোচ হিসেবে দুর্দান্ত ভূমিকা পালন করেছিলেন। সে সময় নিজ দেশ আর্জেন্টিনাকে হারিয়েই প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলেন সাম্পাওলির শিষ্যরা।

পরবর্তীতে তিনি সেভিয়ায় পাড়ি দেন।

এদিকে জেরার্ডো মার্টিনোর উত্তরসূরি হিসেবে আলবেসেলিস্তাদের কোচ হন বাউজা। তবে তার অধীনে সফলতা পায়নি দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে বরখাস্ত হতে হয় তাকে।  

গত রাতে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় সেভিয়া। তবে ম্যাচে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে যায় সাম্পাওলির দল।

পরে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের মাঝে সাম্পাওলির কাছে আর্জেন্টিনার ভবিষ্যত কোচ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আর্জেন্টিনার কোচ? আসলে কিছুই এখনও অফিসিয়ালি হয়নি। আর এমন ম্যাচ শেষে আমি কিছুই বলতে চাই না। ’

আগামী ৩১ আগস্ট আর্জেন্টিনা নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে। রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচটিতে লড়বে লিওনেল মেসিরা। বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলে তালিকার পাঁচ নম্বরে রয়েছে আর্জেন্টিনা। এ তালিকার শীর্ষ চার দল সরাসরি বিশ্বকাপ খেলবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ১৫ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।