পেলের চোখে, অনেক উচ্চতায় তুলে ধরা দিবালা কোনো ম্যারাডোনা নয়। সবশেষ মেলবোর্নে অনুষ্ঠিত শুক্রবারের (৯ জুন) প্রীতি ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।
এক সাক্ষাৎকারে পেলে বলেন, ‘মানুষ যেভাবে বলছে সে (দিবালা) ততটা ভালো নয়। তারা বলছে সে নাকি ম্যারাডোনার উত্তরসূরি হতে পারে, কিন্তু তাদের মধ্যে কেবল একটিই মিল। দু’জনই বাঁ পায়ে কিক নেয়। ’
আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেললেও গোলের দেখা পাননি ২৩ বছর বয়সী দিবালা। অবশ্য ধীরে ধীরে নিয়মিত একাদশে অপরিহার্য হয়ে উঠছেন। নতুন কোচ জর্জ সাম্পাওলি তো বলেই দিয়েছেন, মেসির সঙ্গে দিবালার জুটিতে বিশ্বাসী তিনি। এখন দেখার বিষয় জাতীয় দলে নিজেকে কতটা মেলে ধরতে পারেন। পেলের ধারণা ভুল প্রমাণ করতে পারবেন দিবালা?
২০১২ সালে আর্জেন্টাইন ক্লাব ইন্সটিটুটো থেকে পালের্মোকে পাড়ি জমানোর পর থেকেই ইউরোপের আলোচিত স্ট্রাইকার হয়ে ওঠেন দিবালা। তিন বছর পর জুভেন্টাসে যোগ দিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান। জেতেন ব্যাক-টু-ব্যাক সিরি আ টাইটেল। লিগে দুই মৌসুমে করেন ৩০টি গোল।
২০১৬-১৭ সিজনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার দৌড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলের অপরিহার্য সদস্য ছিলেন দিবালা। শেষ পর্যন্ত স্বপ্নের ট্রফি ছোঁয়া হয়নি জুভিদের। ৪-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তোলে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ফাইনালে নিষ্প্রভ থাকায় সমালোচকদের তীরে বিদ্ধ হন দিবালা।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ১০ জুন, ২০১৭
এমআরএম