সোস্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে রিউস বলেন, ‘সার্জারি ভালোভাবে সম্পন্ন হয়েছে, আমি নিজের মতো করে রিকোভার করছি। ’
ক্যারিয়ারে বেশ কয়েকবার দীর্ঘ ইনজুরিতে ভুগেছেন ২৮ বছর বয়সী রিউস।
‘ডর্টমুন্ডে আমাদের নতুন কোচ পিটার বসকে নিয়ে বড় পরিকল্পনা রয়েছে এবং জাতীয় দল জার্মানির হয়ে রাশিয়া বিশ্বকাপেও আমি চোখ রাখছি। আমার বড় লক্ষ্য নতুন বছরে পরিপূর্ণ ফিট হওয়া। ’-যোগ করেন রিউস।
বলা বাহুল্য, ইনজুরির কারণেই ২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ ইউরো মিস করেন রিউস। জার্মানির হয়ে মেজর টুর্নামেন্টের মধ্যে শুধু ২০১২ ইউরোতে খেলেছেন। সবশেষ ইনজুরি সমস্যার আগে রাশিয়ায় অনুষ্ঠেয় কনফেডারেশনস কাপ (১৭ জুন শুরু) থেকে নিজেকে সরিয়ে নেন।
বিশ্বকাপ বাছাইয়ের নিজেদের সবশেষ ম্যাচে স্যান মারিনোকে ৭-০ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে রিউসের জন্য দুঃখ প্রকাশ করে জার্মান কোচ জোয়াকিম লো বলেন, ‘আমি আশা করি মৌসুমের দ্বিতীয়ার্ধের শুরুতে সে অনুশীলনে যোগ দিতে পারবে। ’
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ১২ জুন, ২০১৭
এমআরএম