চ্যারিটি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড লিজেন্ডসদের মুখোমুখি হবে বার্সা লিজেন্ডস টিম। ন্যু ক্যাম্পে আগামী ৩০ জুন হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বার্সা স্কোয়াডে শোভা পাচ্ছে রোনালদিনহো, এডগার ডেভিডস ও সিমাও সাবরোসার নাম। এছাড়াও অাছেন জিসাস অ্যানগই, হুয়ান কার্লোস, জর্জ পোপেস্কু, মিগুয়েল অ্যাঙ্গেল নাদাল, জুলিয়ানো বেলেত্তি, প্যাট্রিক অ্যান্ডারসন, ফ্রেডেরিক দেহু, এডমিলসন, অ্যান্দোনি গোইকোয়েতজেয়া, গাইজকা মেন্দিয়েত্তে, লুডোভিক জিউলি ও হুলিও সালিনাসের মতো ক্লাবের সাবেক তারকা খেলোয়াড়।
রেড ডেভিলস স্কোয়াডে থাকাদের মধ্যে উল্লেখযোগ্য জেস্পার ব্লোমভিস্ট, কুইন্টন ফরচুর, কারেল পোবোর্স্কি, দিমিতার বার্বাতোভ, জি সুং পার্ক, মাইকেল সিলভেস্ত্রে ও ডুয়াইট ইয়র্ক।
এ ম্যাচ থেকে পাওয়া সমস্ত অর্থ বার্সেলোনায় পেডিয়াট্রিক ক্যান্সার সেন্টারে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠ মাতিয়েছিলেন বিশ্বকাপ জয়ী রোনালদিনহো। লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত দুই স্প্যানিশ জায়ান্টদের কিংবদন্তি দলের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটিতে ৩-২ গোলের জয়ে শেষ হাসি হাসে কাতালানরা।
বার্সেলোনার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন দু’বারের ফিফা বর্ষসেরা রোনালদিনহো। নিজেদের ব্র্যান্ডকে বিশ্বজুড়ে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই সাবেক কিংবদন্তিদের মাঠে নামানোর উদ্যোগ নিয়েছে বার্সা।
ক্লাবের জার্সি পরেছেন এমন অসংখ্য সাবেক খেলোয়াড়দের প্রতি সম্মান জানাতে এমন কার্যক্রম হাতে নেওয়া। বিশ্বব্যাপী বার্সার নাম ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এ প্রজেক্টের মাধ্যমে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়া খেলোয়াড়রাও তাদের ক্যারিয়ারকে কাজে লাগাতে পারবেন। এ উদ্যোগের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবের সাবেক কিংবদন্তিদের বিপক্ষে খেলবেন বার্সার সাবেক গ্রেটরা।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ১৩ জুন, ২০১৭
এমআরএম