ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কঠিন গ্রুপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
কঠিন গ্রুপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও আয়োজক ভুটান। তবে, সহজ গ্রুপ পেয়েছে অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৫ দলের প্রস্তুতি শুরু হলেও আগামীকাল থেকে অনূর্ধ্ব-১৮ দলের অনুশীলন শুরু হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সোমবার সাফের অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়।

আয়োজক নেপালের এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও মালদ্বীপ।

অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে রয়েছে প্রতিযোগিতার রানার্সআপ নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

একই সময়ে শুরু হয়ে দুটি প্রতিযোগিতা একই সময়ে শেষ হবে। আগামী ১৮ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২৭ আগস্ট।

২০ আগস্ট অনূর্ধ্ব-১৮ বাংলাদেশের যুবারা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভুটানের। ২২ আগস্ট লড়বে ভারতের বিপক্ষে। সেমিফাইনালে যেতে হলে কমপক্ষে একটি ম্যাচে জিততে হবে। দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ২৭ আগস্ট হবে ফাইনাল। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ভুটানের চালিমিথান স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১০ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।