ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নিষেধাজ্ঞায় বার্সার মাঠে খেলা হচ্ছে না মডরিচের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
নিষেধাজ্ঞায় বার্সার মাঠে খেলা হচ্ছে না মডরিচের লুকা মডরিচ/ছবি: সংগৃহীত

তিন বছর আগের নিষেধাজ্ঞার ভুক্তভোগী লুকা মডরিচ। বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে তার খেলা হচ্ছে না। দলের অন্যতম সেরা মিডফিল্ডারকে ছাড়াই ন্যু ক্যাম্পে নামবে দু’দিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জেতা জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।

সবশেষ তিন বছর আগে কোপা দেল রে জিতে স্প্যানিশ সুপার কাপ খেলেছিল রিয়াল। লিগ চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ অ্যাগ্রিগেটে হেরে শিরোপা জেতা হয়নি।

নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে (১-০) ফিরতি পর্বের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন মডরিচ।

ওই সময়ে স্প্যানিশ ফেডারেশনের নিয়ম ছিল খেলোয়াড়ের নিষেধাজ্ঞা উক্ত প্রতিযোগিতায় ভোগ করতে হবে। পরে এতে পরিবর্তন এনে ২০১৫ সালের মার্চ থেকে সুপার কাপের নিষেধাজ্ঞা পরবর্তী লা লিগা ম্যাচে প্রয়োগ করার কথা বলা হয়। এর আগে হওয়ায় সেই সুযোগ পাননি ৩১ বছর বয়সী মডরিচ।

ক্রোয়েশিয়ান প্লে-মেকারের সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার ‍মাঠে। গত মৌসুমে লা লিগা পুনরুদ্ধারের সুবাদে সুপার কাপের লড়াইয়ে নামার অপেক্ষায় গ্যালাকটিকোরা। প্রতি মৌসুমের শুরুতে লিগ ও কোপা দেল রে চ্যাম্পিয়নদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ইভেন্টটি উপভোগ করে দর্শকরা।

আগামী রোববার (১৩ আগস্ট) প্রথম লেগ অনুষ্ঠিত হবে। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত ২টায় হাইভোল্টেজ ‘এল ক্লাসিকো’ ম্যাচটি শুরু হবে। তিনদিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে শিরোপা নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ (বুধবার দিবাগত রাত ৩টা)।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।