ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সেলোনা হামলায় শোকাহত ক্রীড়াঙ্গন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
বার্সেলোনা হামলায় শোকাহত ক্রীড়াঙ্গন ছবি: সংগৃহীত

ফুটবলের নগরী বার্সেলোনায় মর্মান্তিক সন্ত্রাসী হামলা নাড়া দিয়েছে ক্রীড়া বিশ্বকে। আক্রান্তদের প্রতি সংহতি জানিয়ে এ ঘটনার তিব্র নিন্দা জানাচ্ছে সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল তারকা থেকে শুরু করে ক্রীড়া জগতের অনেকেই নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

বৃস্পতিবার (১৭ আগস্ট) বার্সেলোনার রাস রাম্বলাস এলাকায় পথচারীদের ওপর গাড়ি (ভ্যান) চালিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত ১৩ নিহত ও শতাধিক আহত হয়েছেন।

এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ক্রীড়াঙ্গন।

স্থানীয় দু’টি ক্লাব বার্সা ও এসপানিওল আলাদা বিবৃতি দিয়ে জঘন্য হামলায় আক্রান্তদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। সোস্যাল মিডিয়ায় ফুটবল তারকারা যার যার অবস্থান থেকে সংহতি প্রকাশ করেছেন।

অফিসিয়াল ওয়েবসাইটে ঘৃণা জানিয়ে বিবৃতি দেওয়ার পাশাপাশি নিজেদের টুইটার পেজে বার্সা উল্লেখ করে, ‘আমাদের শহরে এই হামলায় আমরা গভীরভাবে শোকাহত। আক্রান্তরা, তাদের পরিবার এবং বার্সেলোনার মানুষের পাশে আছি আমরা। ’

ক্ষতিগ্রস্তদের সঙ্গে শক্তি, সাপোর্ট ও সংহতি প্রদর্শনের ডাক দিয়েছেন বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি। নিজের ইন্সটাগ্রাম পেজে শোকের প্রতীক দিয়ে বার্সেলোনা শহরের ছবি তুলে ধরেন। আর্জেন্টাইন আইকনের বার্তাটি খুবই স্পষ্ট ও অর্থবহ, ‘আমরা হাল ছেড়ে দিচ্ছি না। আমাদের প্রিয় বার্সেলোনায় ভয়ানক হামলায় আক্রান্তদের পরিবার ও বন্ধুদের প্রতি আমি সমবেদনা জানাতে চাই এবং তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। ’

আর যাতে কোনো সহিংসতা না হয় সেই কামনা করছেন মেসি, ‘আমরা হাল ছেড়ে দিতে যাচ্ছি না, আমরা সংখ্যায় অনেক যারা বিশ্বে শান্তিতে থাকতে চায়, ঘৃণা ছাড়া এবং যেখানে সম্মান ও সহিষ্ণুতা সহাবস্থান ভিত্তিতে থাকবে। ’

সম্প্রতি বার্সা থেকে পিএসজিতে পাড়ি দেওয়া নেইমার তার টু্ইটার পেজে বার্সেলোনা নগরের একটি ছবি পোস্ট করেছেন। যার গায়ে বার্সেলোনার প্রতি প্রার্থনা ও হ্যাশট্যাগ (#) দিয়ে আর সন্ত্রাস নয় এমন কথা লেখা। ক্যাপশনে ব্রাজিলিয়ান তারকা লেখেন, ‘ঈশ্বর সকল পরিবারকে সান্ত্বনা দিক হ্যাশট্যাগ প্রে ফর বার্সেলোনা আই লাভ ‍ইউ বার্সেলোনা। ’

লুইস সুয়ারেজের অনুভূতি, ‘বার্সেলোনায় এ ঘটনায় আমি স্তম্ভিত। শহর ও পরিবারগুলির প্রতি আমার সব রকমের সাপোর্ট থাকবে!’ জেরার্ড পিকে টুইট করে বলেন, ‘আমাদের শহরে এই হামলার বিপক্ষে আমরা আগের যেকোনো সময়ের চেয়ে একত্রিত। এই বর্বরতায় যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রতি আমার পূর্ণ সাপোর্ট রয়েছে। হ্যাশট্যাগ বার্সেলোনা। ’

রিয়াল মাদ্রিদ বিবৃতিতে জানিয়েছে, ‘বার্সেলোনা শহরে হামলায় আক্রান্তদের প্রতি আমাদের গভীর সমবেদনা। ’ রোনালদো তার টুইটারে উল্লেখ করেন, ‘বার্সেলোনা থেকে এই খবর আসার পর আমি ভীত। ক্ষতিগ্রস্ত পরিবার ও বন্ধুদের প্রতি আমার সাপোর্ট ও সংহতি প্রকাশ করছি। ’

রিয়াল অধিনায়ক সার্জিও রামোস টুইট করে আবেগ প্রকাশ করেছেন, ‘বার্সেলোনা। কোনো সন্ত্রাস নয়। ভয়ের একনায়কতন্ত্র আর নয় হ্যাশট্যাগ সন্ত্রাস বন্ধ করো। ’

স্প্যানিশ টেনিস আইকন রাফায়েল নাদাল টুইট করেন, ‘বার্সেলোনায় যা হয়েছে তাতে বিচ্ছিন্ন! আক্রান্ত পরিবার ও শহরের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। ’

এছাড়াও ক্রীড়াঙ্গনের আরও অনেকেই এ কাতারে শামিল হয়েছেন। বার্সেলোনায় বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ধিক্কার জানিয়ে আক্রান্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ১৮ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।